ঢাকা আশুলিয়ার কবিরপুরএলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কের পাশে আর্ট এ্যাপায়ারেলস লিমিটেড নামক তৈরি পোষাক কারখানার সামনে গত ৭ই মার্চ অজ্ঞাত( পুরুষ) (৬০) বৃদ্ধের অজ্ঞাত গাড়ির চাপায় মৃত্যু হয়। পরে আগুলিয়া থানার পুলিশ সালনা কোনাবাড়ি হাইওয়ে পুলিশকে খবর দিলে সালনা হাইওয়ে পুলিশ ঘটনা স্থল থেকে লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায় পরে নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত না হওয়ার বেওয়ারিশ লাশ হিসেবে আজ্ঞুমান মফিদুলে হস্তান্তর করে।
এ ঘটনায় ৮ই মার্চ পুলিশ বাদি হয়ে আশুলিয়া থানায়( মামলা নং২৪) একটি মামলা রজু করা হয়।
এই ঘটনার তিন মাস পেড়িয়ে গেলেও নিহত ব্যক্তির পরিচয় সনাক্ত হয়নি।এদিকে সালনা হাইওয়ে থানা পুলিশ বিভিন্ন জায়গায় ছবি পাঠালেও মেলেনি কোন আত্মীয় স্বজনের দেখা।
এঘটনার সত্যতা নিশ্চিত করে সালনা হাইওয়ে থানার ইনচার্জ মীর গোলাম ফারুক জানান এখনো নিহতের পরিচয় সনাক্ত হয়নি। তবে ছবি দেখে কেও যদি চিনতে পারেন তাহলে সালনা হাইওয়ে থানা -ফোনঃ ০১৩২০১৮২৮৩৯, অথবা এস আই আশরাফ ফোনঃ০১৭৮৩১১৫০৫১ এই নাম্বারে যোগাযোগ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ প্রকাশ করেন।