আজ মঙ্গলবার(১৩ জুলাই) সকালে মাদারগন্জ উপজেলার বালিজুড়ী এলাকার সকাল বাজার সংলগ্ন তারতা পাড়া গ্রামের হাফিজুর রহমানের সুপারি বাগানের বেড়া দেওয়া জালে ১০ ফুট লম্বা অজগর সাপটি আটকে যায়। তারতাপাড়া গ্রামের কৃষক মোসলেম উদ্দিন সকালে বাগানের পাশ দিয়ে যাওয়ার সময় জালে আটকে থাকা সাপটি দেখতে পান।
এ বিষয়টি এলাকার মধ্যে ছড়িয়ে পড়লে সাপটি দেখার জন্য উৎসুক জনতা দলে দলে ভীড় জমায়। পরে প্রশাসনের নিকট অজগর সাপটিকে হস্তান্তর করা হয়েছে