দৈনিক যুগান্তর ও যমুনা গ্রুপের প্রতিষ্ঠাতা বিশিষ্ট শিল্পপতি বীরমুক্তিযোদ্ধা নুরুল ইসলামের প্রথম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৩ জুলাই) দুপুরে কালিহাতী প্রেসক্লাব কার্যালয়ে যুগান্তরের কালিহাতী প্রতিনিধি তারেক আহমেদের আয়োজনে এ দোয়া মাহফিল ও স্মরণসভা পালন করা হয়।
কালিহাতী প্রেসক্লাবের সভাপতি শাহ আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক দাস পবিত্র’র সঞ্চালনায় দোয়া মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম।
বিশেষ অতিথি ছিলেন, কালিহাতী থানার ওসি মোল্লা আজিজুর রহমান।
এসময় উপস্থিত ছিলেন কালিহাতী প্রেসক্লাবের সাবেক সভাপতি রশিদ আহম্মেদ আব্বাসি, সিনিয়র সাংবাদিক সাব্বির আহম্মেদ আব্বাসি, প্রেসক্লাবের যুগ্ম-সম্পাদক রাইসুল ইসলাম লিটন, সোহেল রানা, কোষাধ্যক্ষ মেহেদী হাসান চৌধুরী মৃদুল, ক্রীড়া সম্পাদক সুমন ঘোষ, সাহিত্য সম্পাদক আনিসুর রহমান শেলী, দপ্তর সম্পাদক মনির হোসেন, কার্যকরী সদস্য আব্দুস সাত্তার, সাংবাদিক ইমরুল হাসান বাবু, এম এম হেলাল বাদশা,আব্দুল লতিফ, সবুজ সরকার, আবু সাঈদ, রবিন প্রমুখ।
স্মরণসভায় মোনাজাত পরিচালনা করেন কালিহাতী ইসলামিয়া এতিখানার সুপার মাওলানা মোহাম্মদ মাহবুবুর রহমান।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.