গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকা ডাকাতির প্রস্তুতিকালে ডাকাত দলের ২ সদস্যকে গ্রেপ্তার করেছে কালিয়াকৈর থানা পুলিশ। সোমবার( ১২ই জুলাই) রাত দেড়টার দিকে কালিয়াকৈর উপজেলার পশ্চিম চান্দরা নর্দান ক্লোথিং গার্মেন্টসের দক্ষিণ পূর্ব পাশে জঙ্গলের ভিতর থেকে ডাকাতি প্রস্তুতি গ্রহন কালে তাদেরকে গ্রেফতার করা হয়।
এসময় তাদের নিকটে থাকা দুইটি ছোরা ও একটি সেনদা উদ্ধার করে পুলিশ। গ্রেফতারকৃতরা হলো কালিয়াকৈর উপজেলার চান্দরা মন্ডল পাড়া এলাকার রুমি খন্দকারের ছেলে পল্লব(২০), অপর জন উপজেলার হাবিবপুর এলাকার বাদল পাঠানের ছেলে জয় পাঠান(২১)।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চান্দরা পশ্চিম পাড়া এলাকায় নর্দান ক্লোথিং গার্মেন্টসের দক্ষিণ পূর্ব পাশে জঙ্গলের ভিতরে আটককৃত ডাকাত দলের সদস্যরা ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। এমন গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর থানা পুলিশের বিশেষ অভিযান চালিয়ে জঙ্গলের ভিতর থেকে ডাকাত দলের ২ সদস্য কে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশের উপস্থিতি টের পেয়ে এ সময় সাথে থাকা আরো ৫ থেকে ৭ জন ডাকাত সদস্য পালিয়ে যায়।
কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবু রায়হান বলেন, গ্রেফতারকৃত ব্যক্তিদের বিরুদ্ধে মামলা রুজু করে সোমবার দুপুরে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।