গাজীপুরের কালিয়াকৈর উপজেলার তেলিরচালা কোনাবাড়ি কলেজের সামনে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে অজ্ঞাতনামা(২৭) পথচারীর লাশ উদ্ধার করেছে সালনা হাইওয়ে থানা পুলিশ। পুলিশ সূত্র জানায় গত বুধবার (৭ই জুলাই) রাত আনুমানিক ১২টার দিকে অজ্ঞাতনামা একটি গাড়ি বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যাবার সময় পথচারীকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই তার মর্মান্তিক মৃত্যু হয়। এসময় নিহতের শরীরে লাল চেক সার্ট ও চেক লুঙ্গি ছিলো। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে ঘটনা স্থল থেকে সালনা কোনাবাড়ি হাইওয়ে থানার পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করে। এদিকে নিহতের কোন পরিচয় সনাক্ত করতে পারেনি পুলিশ। পরে অজ্ঞাত নামা লাশটিকো বেওয়ারিশ হিসেবে আনজুমান মফিদুল ইসলামের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় সালনা হাইওয়ে থানার ইনচার্জ মীর গোলাম ফারুক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন যদি কেও অজ্ঞাত ব্যক্তির পরিচয় জানেন বা চিনেন তাহলে ওসি সালনা হাইওয়ে থানা (০১৩২০১৮২৮৩৯)/এসআই আবু তালেব সালনা হইওয়ে থানা (মোবাইল নং ০১৭২১৪৮৮৭৬৩) এই নাম্বারে যোগাযোগ করার জন্য বলা হয়েছে।
Subscribe
Login
0 Comments
Oldest