সিরাজগঞ্জের উল্লাপাড়া ও সলঙ্গায় বিপুল পরিমান ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব ১২ অভিযানিক দল।
৪ জুলাই বিকালে র্যাব-১২ এর সহকারী পুলিশ সুপার মোঃ এরশাদুর রহমান এর নেতৃতে র্যাবের অভিযানিক দল উল্লাপাড়া থানার হাওড়া এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ১১০ পিচ ইয়াবা ট্যাবলেট সহ ১ জন ও সলঙ্গার হাটিকুমরুল ফুড ভিলেজ হোটেলর শিশু পার্কে অভিযান পরিচালনা করে ১জনকে মোট ১২৫ পিছ ইয়াবা ট্যাবলেটসহ এই ২ মাদক ব্যবসায়ীকে আটক করে।
আটক মাদক ব্যাবসায়ীরা হলেন-সিরাজগঞ্জ জেলার উল্লাপাড়া থানার হাওড়া পশ্চিমপাড়া গ্রামের মৃত রিয়াজ এর ছেলে তৈয়ব আলী(৪৭),সলঙ্গা থানার ধোপাকান্দী গ্রামের আবু বক্কার এর ছেলে মোঃ জাহিদুল ইসলাম ইসলাম জাহিদ(২৬)।
গনমাধ্যমকে র্যাবের মিডিয়া অফিসার ও সহকারী পুলিশ সুপার মোঃ মুস্তাফিজুর রহমান জানান,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যাবসায়ীরা দীর্ঘদিন যাবৎ আইন প্রয়োগকারী সংস্থার চোখ ফাঁকি দিয়ে সিরাজগঞ্জে বিভিন্ন এলাকায় মাদকদ্রব্য বিক্রয় করে আসছিল বলে স্বিকার করেছে।