গাজীপুরের কালিয়াকৈরে কঠোর লকডাউন বাস্তবায়নে মহাসড়কে সকল প্রকার গণপরিবহন চলাচলের নিষিদ্ধ থাকায় ব্যাটারী চালিত অটোরিকশা থ্রি হুইলার চলাচল বিদ্ধি পেয়েছে। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল বন্ধে কঠোর লকডাউন ঘোষণা থেকেই কাজ করছে সালনা হাইওয়ে পুলিশ। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আদেশ ক্রমে সারাদেশে ব্যাটারী চালিত অটোরিকশা থ্রি হুইলার বন্ধ থাকার কথা থাকলেও মানছে না অটোরিকশা চালকরা।এদিকে গণপরিবহন বন্ধ থাকায় কিছু অসাধু শ্রমিক নেতার যোগ সাজেশে চলছে এই ব্যাটারী চালিত অটোরিকশা। ঢাকা টাঙ্গাইল মহাসড়কে কঠোর লকডাউনে নিষেধাজ্ঞা অমান্য করেই ব্যাটারী চালিত অটোরিকশা চলাচল করছে যার ফলে প্রায়ই ঘটছে সড়ক দুর্ঘটনা।এদিকে ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধে দিনভর অভিযান পরিচালনা করছে সালনা কোনাবাড়ি হাইওয়ে পুলিশ। প্রতিদিন আটক করা হচ্ছে অটোরিকশা, মামলা সহ করা হচ্ছে আর্থিক জরিমানা। তবুও কোনভাবে থামানো যাচ্ছেনা মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকশা। গত তিনদিনে মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকশা বন্ধের অভিযানে প্রায় শতাধিক অটোরিকশা আটক করেছে সালনা হাইওয়ে পুলিশ। গত বৃহস্পতিবার রাতে মৌচাক এলাকায় ঢাকা টাঙ্গাইল মহাসড়কে দুই অটোরিকশা ও ট্রাকের সংঘর্ষে দুই জন নিহত ও তিনজন আহত হয়।এর ধারাবাহিকতায় শুক্রবার সকাল থেকেই হাইওয়ে পুলিশ মহাসড়কে অটোরিকশা বন্ধে নিরালস ভাবে কাজ করে যাচ্ছে।
এই বিষয়ে সালনা (কোনাবাড়ি) হাইওয়ে থানার ইনচার্জ মীর গোলাম ফারুক জানান মহাসড়কে ব্যাটারী চালিত অটোরিকশা ও থ্রি হুইলার বন্ধে আমাদের অবস্থান জিরো টলারেন্স। তবে এইসব গাড়ির যন্ত্রপাতি বেশিরভাগ দেশের বাহিরে চায়না থেকে আসে যারফলে এইসব যন্ত্রপাতি বাহির থেকে আমাদানি বন্ধ করা উচিত। সরকারের নিদর্শনা মতে আমরা কোনমতেই মহাসড়কে ব্যাটারী চালিত যান চলতে দেয়া হবেনা। কেও নিষেধাজ্ঞা অমান্য করে মহাসড়কে ব্যাটরী চালিত যান চালালে আমরা তাতক্ষনিক আইনগত ব্যবস্থা গ্রহণ করবো।