রাজশাহীতে ৩য় দিনেও চলছে ‘কঠোর লকডাউন ‘। আইন -শৃংখলা বাহিনীর সদস্যরাও কঠোর থেকে কঠোরতার অবস্থানে রয়েছে। রাজশাহী শহরের প্রধান প্রধান সড়ক ও পাড়া মহল্লার অলি গলিতে কড়া নজরদারি চলছে।
পুলিশ, র্যাব, ও আনসার বাহিনীর সদস্যদের পাশাপাশি রাজশাহী সিটি এবং প্রতিটি উপজেলা সেনাবাহিনীর দুইটা করে টিম টহল দিচ্ছে। পাশাপাশি তিন প্লাটুন বিজিবি ‘কঠোর লকডাউন ‘ কার্যকরের দায়িত্ব পালনে কঠোর অবস্থানে মাঠে রয়েছে। তাছাড়া মাঠ পর্যায়ে আরও আছে জেলা প্রশাসনের ভ্রাম্যমাণ আদালত।
রাজশাহী শহরের প্রবেশ মুখ সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে বসানো হয়েছে চেকপোস্ট। শহরে ঢোকার তিনটি প্রবেশ মুখ আমচত্বর, কাশিয়াডাংগা ও কাটাখালি এলাকায় পুলিশ সদস্যরা ব্যারিকেড দিয়ে রেখেছে। মানুষ ও যানবহন অবাধে প্রবেশ ঠেকাতে নিশছিদ্র নিরাপত্তা বলয় গড়ে তুলেছে মহানগর পুলিশ।
রাজশাহীর অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মাদ শরিফুল হক জানিয়েছেন, সরকারি প্রজ্ঞাপনের নির্দেশনা অনুযায়ী সর্বাত্মক বিধিনিষেধ বাস্তবায়ন করা হচ্ছে। কঠোর লকডাউন পালনে সেনাবাহিনী, বিজিবি, র্যাব,পুলিশ ও আনছার সর্বক্ষণিক ভাবে মাঠে রয়েছে। জরুরি কাজ ছাড়া অহেতুক বাইরে ঘুরাঘুরি করলে তাকে শাস্তির মুখে পড়তে হচ্ছে। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ২রা জুলাই জেলায় ৫০ জনের কাছ থেকে ৬৬ হাজার ৭৫০ টাকা জরিমানা আদায় করা হয়েছে এবং মামলা হয়েছে ৬৬ জনের বিরুদ্ধে।
Subscribe
Login
0 Comments
Oldest