রাজশাহীর গোদাগাড়ীতে অভিযান চালিয়ে শীর্ষ মাদক কারবারি পৌরসভার শ্রীমান্তপুর গ্রামের মোখলেসুর রহমানের মেয়ে মোছাঃ মুক্তি পারভীন (৪০) কে ৬০০ গ্রাম হেরোইনসহ গ্রেফতার করেছে র্যাব-৫।
র্যাব-৫ থেকে জানা গেছে, একটি গোপন সুত্রের ভিত্তিতে সি,পি,এস,সি মোল্লা পাড়া ক্যাম্পের অপারেশন দল ১ জুলাই বৃহস্পতিবার রাত সাড়ে নয়টার দিকে গোদাগাড়ী থানাধীন গোপালপুর এলাকায় অপারেশন পরিচালনা করা হয়। মাদক কারবারি নারীকে গ্রেফতার কালে হাতে নাতে ৬০০ গ্রাম হেরোইন, ১ টি মোবাইল ও ১ টি সিম জব্দ করে।
স্থানীয় সুত্রে আরও জানা যায় যে, এই নারী মাদক কারবারি দীর্ঘদিন ধরে এ ব্যবসার সাথে জড়িত ছিল এবং অল্প দিনেই বহু টাকা পয়সার মালিক হয়েছে। এলাকা বাসী ভয়ে মুখ খুলে কিছু বলতে পারতোনা। বড় বড় মাদক গড ফাদারের সাথে তার ভাল সম্পর্ক থাকায় রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় মাদক সরবরাহ করতো। তার বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে বলে নিশ্চিত করেছেন র্যাব-৫।
Subscribe
Login
0 Comments
Oldest