আখতারুল ইসলাম খোন্দকার, রাজশাহী:
আজ দুপুর ২ টার দিকে রাজশাহী মহানগরীর দাশপুকুর বৌ বাজার এলাকায় জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দু’পক্ষের রক্তক্ষয়ী সংঘর্সে ২ জন নিহত ও ১০ জন আহত হয়েছে। বিপুল পরিমাণ পুলিশ গোটা এলাকা নিরাপত্তার চাদরে ঘিরে রেখেছে।
স্থানীয় সুত্রে জানা যায়, বেশ কিছু দিন যাবত জমিজমা নিয়ে প্রভাবশালী দুই ভূমিদস্যুর সাথে বিরোধ চলে আসছিল। এই জেরে আসামীরা আজ দুপুরে পিটিয়ে ও দেশীয় অস্ত্র দিয়ে উপযুপুরী কুপানোতে দু পক্ষের দু জন নিহত ও ১০ জনের মতো আহত হয়েছে। নিহতরা হলেন, সাজদার রহমানের ছেলে শফিকুল ইসলাম (৫০) এবং একই এলাকার গিয়াস উদ্দীনের ছেলে জয়নাল আবেদীন (৪০) সংঘর্ষের পর শফিক ও জয়নালকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত বলে ঘোষণা করে। নিহতদের দেখতে স্বজনরা হাসপাতালে গেলে সেখানেও সংঘর্ষে জড়িয়ে পড়ে। সেখান থেকেও পুলিশ কয়েক জনকে আটক করে। আহতদের সবাই হাসপাতালে ভর্তি আছে। পুলিশ আরো আসামীদের ধরার জন্য বাড়ি বাড়ি তল্লাশী চালাচ্ছে। গোটা এলাকা আতংক ও থমথমে পরিস্থিতি বিরাজ করছে। এলাকার লোকজন আসামীদের ভয়ে মুখ খুলতে চাচ্ছেনা।