নিজস্ব প্রতিবেদক:
টাঙ্গাইল জেলার কালিহাতি উপজেলাধীন শিল্পাঞ্চল খ্যাত বল্লা বাজার বণিক সমিতির আসন্ন নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হয়েছেন সারোয়ার হোসেন আনিস। বর্তমানে তিনি বল্লা বালিকা উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি, বল্লা বাজার সাধারণ পাঠাগারের সাধারণ সম্পাদক এবং বল্লা ইউনিয়নের ১নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি বল্লা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদকের দায়িত্বও সততার সঙ্গে পালন করেছেন। সারোয়ার হোসেন আনিস অত্র সমিতির সকল সদস্য এবং তার এলাকার গরীব দুঃখী অসহায় মানুষের বিপদে আপদে সবার আগে ছুটে আসেন, সবাই কে তার পরিবারের মতোই ভালোসেন। ইতিমধ্যে তিনি নিজেকে বল্লা বাজার বণিক সমিতির নির্বাচনে সাধারণ সম্পাদক পদে প্রার্থী হিসেবে ঘোষণা দিয়েছেন। তার এই ঘোষণা কে সাধুবাদ জানিয়ে অত্র সংগঠনের সকল সদস্যগন সমর্থণ করে তারা বলেন; সারোয়ার হোসেন আনিস একজন সৎ ও যোগ্য ব্যক্তি,তিনি বিগত দিনে সাংগঠনিক সম্পাদক থাকা অবস্থায় তিনি বাজারের উন্নয়ন ও বণিকদের কল্যাণে কাজ করে গেছেন।এখনও তিনি আমাদের বিপদে আপদে সব সময় সবার আগে তাকে পাশে পাই। তিনি অত্র সমিতির সাধারণ সম্পাদক হলে বাজারের ব্যাপক উন্নয়ন হবে বলে আমরা আশাবাদী। এ বিষয়ে সারোয়ার হোসেন আনিস বলেন; আমি দীর্ঘদিন বল্লা বাজার বণিক সমিতির সাংগঠনিক সম্পাদক পদে দায়িত্ব পালন করেছি,সে সময় আমি আমার ক্ষমতা অনুযায়ী সমিতির উন্নয়ন ও বণিকদের কল্যাণে কাজ করে গিয়ছি,বর্তমানেও আমি আমার সামর্থ অনুযায়ী কাজ করে যাচ্ছি। এবার যদি সকল বণিক ভাইয়েরা আমাকে তাদের সমর্থণ ও মূল্যবান ভোট দিয়ে সাধারণ সম্পাদক পদে নির্বাচিত করে তাহলে বল্লা বাজারের পাহাড়া তৎপরতা বৃদ্ধি সহ বণিক ভাইদের কল্যাণের সার্বিক উন্নয়ন ও একটি আধুনিক বণিক সমিতি উপহার দিবো ইনশাআল্লাহ।