সোহেল রানা, কালিহাতী (টাঙ্গাইল) প্রতিনিধি:
”নিরাপদ মাছে ভরবো দেশ- মুজিব বর্ষে বাংলাদেশ” শ্লোগানে টাঙ্গাইলের কালিহাতীতে ন্যাশনাল অ্যাগ্রিকালচারাল টেকনোলজি ফেজ-।। প্রজেক্ট (এনএটিপি-২) এর আওতায় নির্বাচিত জলাশয়ে দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্তকরণ করা হয়েছে। শনিবার (২৬ জুন) সকাল ১০ টায় উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে স্থানীয় সংসদ সদস্য হাছান ইমাম খান সোহেল হাজারী প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে, উপজেলার চারান বিলে ৫৯৩ কেজি দেশীয় প্রজাতির পোনা মাছ অবমুক্ত করেন । অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আনছার আলী বি.কম, উপজেলা নির্বাহী অফিসার রুমানা তানজিন অন্তরা, কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোল্লা আজিজুর রহমান, কালিহাতী পৌরসভার মেয়র মোহাম্মদ নুরুন্নবী সরকার প্রমুখ। এসময় অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সদস্য খন্দকার আব্দুল মাতিন, বল্লা ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি রাশেদুল হাসান লাভলু, উপজেলা মৎস্য কর্মকর্তা আইয়ুব আলী, মৎস্য সম্প্রসারণ কর্মকর্তা (এনএটিপি-২) রব্বেল হোসেন, কালিহাতী পৌর আওয়ামীলীগের আইন বিষয়ক সম্পাদক গোবিন্দ ঘোষ ও উপজেলা যুবলীগের সমাজ কল্যাণ সম্পাদক সুশান্ত ঘোষসহ আওয়ামীলীগের অন্যান্য নেতৃবৃন্দ।