মিশন ৯০ ডেস্ক:
জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট দলে ডাক পেলেন মাহমুদুল্লাহ রিয়াদ। জিম্বাবুয়ে সফরের জন্য তিন সংস্করণের দল ঘোষণা হয়েছে আগেই। সাদা বলের দুই সংস্করণে ছিলেন মাহমুদউল্লাহ রিয়াদ। অভিজ্ঞ ব্যাটসম্যানকে এবার লাল বলের ক্রিকেটেও ফেরালেন নির্বাচকরা।
শনিবার দুপুরে সংবাদ বিজ্ঞপ্তিতে মাহমুদউল্লাহকে টেস্ট দলে অন্তর্ভুক্ত করার কথা জানায় বিসিবি।
মাহমুদউল্লাহ তার ৪৯ টেস্টের সবশেষটি খেলেন গত বছরের ফেব্রুয়ারিতে, পাকিস্তান সফরে। রাওয়ালপিণ্ডিতে সেই টেস্টের দ্বিতীয় ইনিংসে নাসিম শাহর হ্যাটট্রিক ডেলিভারিতে বাজে শটে আউট হওয়ার পর তিনি জায়গা হারান দলে।শুধু ওই ইনিংসে নয়, সবশেষ ৮ টেস্ট ইনিংসের তার ফিফটি নেই। এরপর সাদা পোশাকের ক্রিকেটে উপেক্ষিত ছিলেন টাইগার তারকা। প্রায় দেড়বছর পর আবার ডাক পেলেন।
সোমবার রাতে জিম্বাবুয়ের পথে রওনা হয়ার কথা বাংলাদেশের। সফরে একটি টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-টুয়েন্টি খেলবে টিম টাইগার্স। ৭ জুলাই টেস্ট দিয়ে শুরু দুদলের সিরিজ। সব খেলাই হবে হারারে স্পোর্টস ক্লাব মাঠে।
বাংলাদেশ টেস্ট স্কোয়াড: মুমিনুল হক (অধিনায়ক), তামিম ইকবাল, সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাশ, ইয়াসির আলী, নুরুল হাসান সোহান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, নাঈম হাসান, আবু জায়েদ রাহী, তাসকিন আহমেদ, ইবাদত হোসেন, শরিফুল ইসলাম, মাহমুদউল্লাহ রিয়াদ।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.