ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল শিশুসহ ৩০ বাংলাদেশী কিশোর-কিশোরী
অবৈধ অনুপ্রবেশের অভিযোগে আটক; দুই দেশের ট্রাভেল পারমিটে বেনাপোল চেকপোস্ট দিয়ে প্রত্যাবর্তন
অবৈধভাবে ভারতে প্রবেশের অভিযোগে বিভিন্ন মেয়াদে কারাভোগের পর দু’দেশের সরকারের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটের মাধ্যমে দেশে ফিরেছেন শিশুসহ ৩০ জন বাংলাদেশী কিশোর-কিশোরী।
বুধবার (১৯ নভেম্বর) সন্ধ্যার দিকে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ তাঁদের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করে।
ইমিগ্রেশন সূত্র থেকে জানা যায়, তাঁরা বিভিন্ন সময়ে দালালের প্রলোভনে পড়ে অবৈধভাবে সীমান্ত পথে ভারতে পাচার হন এবং পরে ভারতীয় পুলিশের হাতে আটক হন। ভারত-বাংলাদেশের এনজিও সংস্থার যৌথ উদ্যোগ ও দুই দেশের সরকারের দেওয়া ট্রাভেল পারমিটের মাধ্যমে তাঁদের এই স্বদেশ প্রত্যাবর্তন হয়।
ফেরত আসা নাগরিকদের বাড়ি খুলনা, বাগেরহাট, সাতক্ষীরা, কুষ্টিয়া, হবিগঞ্জসহ বিভিন্ন জেলায়।
বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশন পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) এস এম সাখাওয়াত জানান, আনুষ্ঠানিকতা শেষে তাঁদের বেনাপোল পোর্ট থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। পরে বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি, রাইট যশোর ও জাস্টিস অ্যান্ড কেয়ার তাঁদের গ্রহণ করে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে।