বাণিজ্য

যুদ্ধের প্রভাবে বিশ্ববাজারে সোনার দামে উড়ন্তগতি

যুদ্ধ ও ভূরাজনৈতিক উত্তেজনায় বিশ্বে অর্থনীতিতে আবারও অস্থিরতা শুরু হয়েছে, বাড়ছে অনিশ্চয়তা। এ অবস্থায় বিনিয়োগে দুঃসময়ের বন্ধু হিসেবে বাড়তে শুরু করেছে সোনার দাম। গত শুক্রবার বিশ্ববাজারে মূল্যবান এ ধাতুর দাম বেড়ে হয় প্রতি আউন্স প্রায় এক হাজার ৯৮০ ডলার, যা গত তিন মাসে সর্বোচ্চ। যদিও গতকাল মঙ্গলবার দাম কিছুটা কমে হয়েছে এক হাজার ৯৬৪ ডলার।

অক্টোবরের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম ছিল প্রতি আউন্স এক হাজার ৮২০ ডলার। অর্থাৎ তিন সপ্তাহের ব্যবধানে দাম বেড়েছে ১৪৪ ডলার।

বিশ্লেষকরা বলছেন, কয়েক মাস যাবৎই বিশ্ববাজারে সোনার দাম কমতির দিকে ছিল। কিন্তু হামাস-ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ায় বিশ্ব অর্থনৈতিক অনিশ্চয়তায় নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার চাহিদা বেড়েছে।

ফলে টানা দুই সপ্তাহ দাম বেড়েছে। এক সপ্তাহে সোনার দাম বেড়েছে ২.১৯ শতাংশ।

এ বছরের শুরুতে বিশ্ববাজারে সোনার দাম ছিল ঊর্ধ্বমুখী। এমনকি মে মাসের শুরুতে দাম বেড়ে প্রতি আউন্স হয় রেকর্ড দুই হাজার ৫১ ডলার।

সে সময় যুক্তরাষ্ট্রে মন্দার আশঙ্কা, ব্যাংক খাতের সংকট ও অর্থনৈতিক অনিশ্চয়তায় ব্যক্তি ও প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা নিরাপদ হিসেবে সোনায় বিনিয়োগ বাড়িয়ে দেন। এরপর যুক্তরাষ্ট্র দফায় দফায় সুদের হার বাড়ালে দেশটির মূল্যস্ফীতি কমে আসে এবং অর্থনীতিও ক্রমান্বয়ে স্থিতিশীলতায় ফেরে। এতে ডলার শক্তিশালী হয় এবং ট্রেজারি বন্ডে বিনিয়োগও লোভনীয় হয়ে ওঠে। তাই গত কয়েক মাস ধরেই বিনিয়োগকারীরা সোনা ছেড়ে দেওয়ায় মূল্যবান এ ধাতুর দাম কমে। কিন্তু যুদ্ধের কারণে আবারও এ বাজারে উড়ন্তগতি দেখা যাচ্ছে।

বাজার সংশ্লিষ্ট প্রতিষ্ঠান ট্রেডিং ইকোনমিকস জানায়, ২০২২ সালের ৩০ ডিসেম্বর বিশ্ববাজারে সোনার দাম ছিল এক হাজার ৮০৫ ডলার। সর্বশেষ দাম বেড়ে প্রতি আউন্স হয় ১৯৬৪.৪৩ ডলার। সে হিসাবে এ বছর বিশ্ববাজারে সোনার দাম বেড়েছে ৯ শতাংশের বেশি। করোনা মহামারি, ভূরাজনৈতিক উত্তেজনা ও অর্থনৈতিক মন্দার আভাসে ২০২০ সালে বিশ্ববাজারে সোনার সর্বোচ্চ দাম ওঠে রেকর্ড ২০৭৪.৮৮ ডলার।

বিশ্লেষকরা বলছেন, যুদ্ধ দীর্ঘায়িত হলে জ্বালানির দাম বাড়বে, এতে বিশ্ব অর্থনীতিতে অস্থিরতা তৈরি হবে। এমন আশঙ্কা থেকেই বিনিয়োগকারীরা আবার সোনায় ঝুঁকছেন। স্টেইট স্ট্রিট ইন বসটনের সিনিয়র বিশ্লেষক মারভিন লহ বলেন, ‘পরিস্থিতি ক্রমেই জটিল হচ্ছে, এ কারণে মানুষ নিরাপদ বিনিয়োগে ছুটছেন। মধ্যপ্রাচ্যে এই মুহূর্তে যা ঘটছে তা খুবই দুর্ভাগ্যজনক এবং হতাশার। মনে হচ্ছে পরিস্থিতি আরো খারাপের দিকে যাবে।’

এদিকে আন্তর্জাতিক বাজারের প্রভাবে দেশের বাজারেও সোনার দাম লাখ টাকা ছাড়িয়েছে। বর্তমানে দেশের বাজারে সব থেকে ভালো মানের বা ২২ ক্যারেটের এক ভরি সোনা এক লাখ ৫৪৪ টাকায় বিক্রি হচ্ছে। এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনা ৯৫ হাজার ৯৯৫ টাকা, ১৮ ক্যারেটের এক ভরি সোনা ৮২ হাজার ২৩১ এবং সনাতন পদ্ধতির এক ভরি সোনা ৬৮ হাজার ৫৮৪ টাকায় বিক্রি হচ্ছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker