বাণিজ্য

৪০ টাকায় নামলো ডিমের হালি

হঠাৎ ঊর্ধ্বমুখী হয়ে ওঠার পর রংপুরের বাজারে সপ্তাহের ব্যবধানে কমেছে পোলট্রি মুরগির ডিমের হালি। তবে বেড়েছে আদা, রসুন ও সজনে ডাঁটার দাম। মাছ, মাংস, চাল, ডাল ও তেলের দাম অপরিবর্তিত রয়েছে।

মঙ্গলবার (২৮ ফেব্রুয়ারি) রংপুর নগরীর বিভিন্ন বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে ব্রয়লার মুরগির কেজি গত সপ্তাহের মতোই ২১০-২২০ টাকা, পাকিস্তানি ৩১০-৩২০ টাকা এবং দেশি মুরগি ৪৬০-৪৭০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। খুচরা বাজারে পোলট্রি মুরগির ডিমের হালি ৪৪-৪৫ টাকা থেকে নেমে ৪০-৪২ টাকায় বিক্রি হচ্ছে। গরুর মাংস গত সপ্তাহের মতোই ৬৭০-৭০০ টাকা এবং ছাগলের মাংস ৮০০-৯০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

লালবাগ বাজারের ডিম বিক্রেতা মকবুল হোসেন বলেন, সাধারণত গরমকালে ডিম নষ্ট হওয়ার আশঙ্কা থাকে। এ কারণে ডিম দীর্ঘদিন সংরক্ষণ করা সম্ভব হয় না। গত দুই সপ্তাহ যে পরিমাণ সংকট ছিল সেটা আপাতত নেই।

সবজি বাজার ঘুরে দেখা যায়, গত সপ্তাহের তুলনায় প্রতিকেজি টমেটো গত সপ্তাহের মতো ২৫-৩০ টাকা, গাজর ২৫-৩০ টাকা, শসা ২৫-৩০ টাকা, চিকন বেগুন ৩৫-৪০ টাকা, গোল বেগুন ৪৫-৫০ টাকা, পেঁপে ১৫-২০ টাকা, করলা ৬০-৭০ টাকা থেকে বেড়ে ৮০-১০০ টাকা, উচ্ছে ১৬০-১৭০ টাকা থেকে বেড়ে ১২০ টাকা, লেবু প্রতিহালি ১৫-২০ টাকা, কাঁচামরিচ গত সপ্তাহের মতোই ১৩০-১৪০ টাকা, শুকনা মরিচ ৪৫০-৫০০ টাকা, প্রতিপিস লাউ আকারভেদে দাম ৩০-৪০ টাকা, ধনেপাতার কেজি ৩৫-৪০ টাকা, কাঁচকলা হালি ২৫-৩০ টাকা, প্রতিকেজি মিষ্টিকুমড়া ৩০-৩৫ টাকা, শিম ৩৫-৪০ টাকা, মুলা আগের মতোই ১৫-২০ টাকা, বাঁধাকপি ১০-১৫ টাকা পিস এবং ফুলকপি ১০-১৫ টাকা কেজি দরে বক্রি হচ্ছে।

৪০ টাকায় নামলো ডিমের হালি

আদা ১০ টাকা বেড়ে ১২০-১৩০ টাকা এবং রসুন ১৩০-১৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। বাজারে সবধরনের শাকের আঁটি পাওয়া যাচ্ছে ১০-১৫ টাকায়। এছাড়া বাজারে নতুন আসা সজনে ডাঁটা ১৯০-২০০ টাকা থেকে বেড়ে ২২০-২৪০ টাকা, মিষ্টি আলু আগের মতোই ৩৫-৪০ টাকা, পটোল ৮০-৯০ টাকা থেকে কমে ৭০-৮০ টাকা, ঢেঁড়শ ১০০-১২০ টাকা এবং মটরশুঁটি গত সপ্তাহের মতোই ৪০-৪৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

খুচরা বাজারে নতুন কার্ডিনাল আলু গত সপ্তাহের দরে ১৬-১৮ টাকা, শিল ও ঝাউ আলু ৩০-৩৫ টাকা এবং গ্রানুলা (সাদা) আলু ১২-১৫ টাকা কেজি দরে পাওয়া যাচ্ছে। এছাড়া দেশি পেঁয়াজ ৩০ টাকা এবং আমদানি করা ভারতীয় পেঁয়াজ ২৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

৪০ টাকায় নামলো ডিমের হালি

সিও বাজারের সবজি বিক্রেতা মামুন মিয়া বলেন, সপ্তাহের ব্যবধানে সবজির দামে তেমন একটা হেরফের হয়নি।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে এক লিটার বোতলজাত সয়াবিন ১৮৭ টাকা, দুই লিটার ৩৭৪ টাকা এবং খোলা সয়াবিন তেল ১৬০-১৯০ টাকায় বিক্রি হচ্ছে।

৪০ টাকায় নামলো ডিমের হালি

খুচরা বাজারে স্বর্ণা চাল গত সপ্তাহের মতোই ৫০-৫২ টাকা, পাইজাম ৫৪-৫৫ টাকা, বিআর২৮ ৬০-৬৫ টাকা, মিনিকেট ৭৫-৭৮ টাকা ও নাজিরশাইল ৮৫ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজার ঘুরে দেখা যায়, খুচরা বাজারে খোলা চিনি গত সপ্তাহের তুলনায় মতোই ১১৫-১২০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। এছাড়া প্যাকেট আটা ৬৮-৭০ টাকা ও খোলা আটা ৫৮-৬০ টাকা, ছোলা বুট ৯৫-১০০ টাকা এবং প্যাকেট ময়দা ৭৮-৮০ টাকায় বিক্রি হচ্ছে।

৪০ টাকায় নামলো ডিমের হালি

বাজারে আগের মতোই মসুর ডাল (মাঝারি) ১১০-১২০ টাকা, চিকন ১৩০-১৪০ টাকা, মুগডাল ১৪০-১৫০ টাকা এবং বুটডাল ৯০-১০০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

এদিকে মাছের বাজার ঘুরে দেখা যায়, আকারভেদে রুই মাছ ২৫০-৩০০ টাকা, মৃগেল ২২০-২৫০ টাকা, কার্প ২০০-২২০ টাকা, পাঙাশ ১৫০-১৬০ টাকা, তেলাপিয়া ১৪০-১৬০, কাতলা ৪০০-৪৫০ টাকা, বাটা ১৬০-১৮০ টাকা, শিং ৩০০-৪০০ টাকা, সিলভার কার্প ১৫০-২৫০ টাকা এবং গুচি মাছ ৬০০-৬৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker