কালিয়াকৈর এর সামগ্রিক রাজনীতির অতীত এবং বর্তমান প্রেক্ষাপটকে যদি একটি ট্র্যাজেডিক উপন্যাস এর মত রচনা করা হয়, তবে বাতাসে বাতাসে মুখরিত, মানুষের হ্রদয়ের স্পন্দিত শব্দ, ধূলিকণা মেশানো উষ্ম ভালোবাসায় উচ্চারিত, আবেগী মমতায় সিক্ত লক্ষ লক্ষ জনতার ঠোটের জড়তা ফাঁকি দিয়ে প্রতিফলিত হবে একটি নাম, একটি স্বপ্ন। রাজপথের ধূলো নিজের গায়ে মেখে, চেতনা আর দেশপ্রেমকে পুঁজি করে জনমনের স্বপ্ন পূরণের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়েছেন সেই নামটি।
সাধারণ মানুষের আর্তনাদ, আর দুঃস্থ অসহায় মানুষের অবলম্বন স্বরূপ জনতার মনিকুঠায় স্থান করে নিয়েছে সেই নামটি। ধর্মের প্রতি ভালোবাসা আর বিশ্বাস এর অনন্য নজির ঘটিয়ে সম্প্রীত বন্ধনে আবদ্ধ হয়েছে সেই নামটি।
খেটে খাওয়া, শ্রমিক মজুর, মেহনতি মানুষের শেষ ঠিকানা হয়ে জিয়ে আছেন এই সমাজে, সেই নামটি। রিকশাওয়ালা, মুচি, কুলি, তাঁতী, ধোপা, ভিক্ষুকের সন্তানের পরিচয়ে বেঁচে আছে সেই নামটি। ছেলের বেদনায় অতৃপ্ত মমতাময়ী মা বোনদের সন্তান হিসেবে, ছেলে হারা তুষ্ট পিটার আরেকটি সন্তান হিসেবে বেঁচে আছে সেই নামটি।
তরুণ যুবসমাজকে অপ্রত্যাশিত অন্ধকার ভবিষ্যতে ঠেলে না দিয়ে, আলোয় সিক্ত করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন সেই নামটি। রক্তের সম্পর্কের বাইরে গিয়ে যদি, বিশ্লেষিত সেই নামটির একটি ব্যক্তিত্ব দেই তাহলে হয়ত আপনারা অবাক হবেন না। মুখরিত, উদ্ভাসিত, উচ্ছাসিত, মমতাময়ী, হাস্যোজ্জল সেই নামটি যদি হয় “মো: দেলোয়ার হোসেন”– তবে কারো আপত্তি থাকার কথা নয়? একটি চরিত্রকে পূর্ণতা দিতে, একটি যোগ্যতাসম্পন্ন ব্যাক্তির আভির্ভাব হতে হয়। তাই সেই নামটির পরিপূর্ণতা পায় মো: দেলোয়ার হোসেনের মাধম্যেই।
ত্যাগের কথা বলে যারা ধৈর্য হারিয়ে ফেলে, তাদের কাছে তিনি মূর্ত উপমা, ত্যাগের ধর্যের আর সহ্যের। মানবসেবার রাজনীতির নামে যারা নিজের স্বার্থ হাসিল করে, তাদের কাছে তিনি দৃষ্টান্ত মানবতার। এরই মধ্যে মৌচাক ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে প্রচার প্রচারণা চালিয়ে যাচ্ছেন।
তাই সকলের কাছে দোয়া চেয়ে সকলের ভালোবাসার সেই মানুষটির জন্য, দুঃখজয়ী মরনজয়ী নীলকন্ঠা, পাথর কেটে নিজে রাস্তা তৈরী করে, সকলকে সত্যের পথ দেখিয়ে চলছেন যিনি, সেই পরমশ্রদ্ধা ভাজন ব্যক্তিত্ব দেলোয়ার হোসেন এর জন্য এলাকাবাসীর কাছে দোয়া এবং সমর্থন পেতে নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন।
ছাত্র জীবন থেকেই সাধারণ মানুষের সেবা করে যাচ্ছেন। এদিকে গত কয়েক বছর ধরেই নির্বাচিত মেম্বার না হয়েই সামাজিক অবকাঠামো উন্নয়ন ও সাধারণ মানুষের পাশে থেকে তাদের সেবা করে যাচ্ছেন। এরই মধ্যে ওয়ার্ডের বিভিন্ন এলাকায় রাস্তাঘাট ও ধর্মীয় প্রতিষ্ঠানসহ সাহায্য সহযোগীতার মাধ্যমে নিজেকে নিয়োজিত রাখেন।
এরই ধারাবাহিকতায় গাজীপুরের কালিয়াকৈর উপজেলার আসন্ন মৌচাক ইউনিয়ন নির্বাচনে ৫নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে জনসাধারণের কাছে দোয়া ও সমর্থন আশা ব্যক্ত করেছেন। এর মধ্যেই এলাকায় গণসংযোগে ব্যস্ত সময় পার করছেন। বিগত ১৬ বছর যাবত ইউপি সদস্য না হয়েও এলাকাবাসীর পাশে থেকে বিভিন্ন সময় ব্যক্তিগত তহবিল থেকে ব্যপক উন্নয়ন মূলক কাজে বেশ অবদান মূলক ভূমিকা রাখেন। এই ধারাবাহিকতায় আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে কালিয়াকৈর উপজেলার মৌচাক ইউনিয়নের ৫ নং ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী হিসেবে নির্বাচন করছেন। তাই এলাকাবাসীর কাছে দোয়া ও সমর্থন চেয়ে মুলবান ভোট দিয়ে জয়যুক্ত করে পাশে থেকে কাজ করার প্রতিশ্রুতি ব্যক্ত করেছেন।