আন্তর্জাতিক নারী দিবসে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক এবং জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) যুগ্ম আহ্বায়ক নুসরাত তাবাসসুম নারীর প্রতি চলমান সহিংসতার তীব্র নিন্দা জানিয়েছেন।
তিনি বলেন, “গত কয়েক দিন ধরে এবং আজও বিভিন্ন স্থানে নারীর প্রতি সহিংসতার ঘটনা ঘটছে। এমনকি চার বছরের শিশুও ধর্ষণের শিকার হচ্ছে। এটি সমাজের জন্য অত্যন্ত দুঃখজনক ও লজ্জার বিষয়।”
তিনি আরও বলেন, “ধর্ষণ এখন আমাদের সমাজে নিত্যদিনের অপরাধে পরিণত হয়েছে। যেভাবে শিশুরা রাস্তায় মারামারি করে, তেমনি সমাজের বিভিন্ন স্তরে ধর্ষণের মতো ঘটনা অহরহ ঘটছে। নারীর প্রতি সহিংসতা এখন চরম পর্যায়ে পৌঁছেছে, যার ফলে নারীর নাগরিক মর্যাদা, আত্মমর্যাদা ও সামাজিক স্বীকৃতি প্রশ্নবিদ্ধ হয়ে পড়েছে।”
জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে তিনি বলেন, “এনসিপি নারীর সকল প্রকার মানবিক ও নাগরিক মর্যাদার স্বীকৃতি দেয় এবং তা নিশ্চিত করতে প্রতিশ্রুতিবদ্ধ। আমরা বিশ্বাস করি, নারী ও পুরুষ সমাজে সমান সুযোগ ও অধিকারের যোগ্য। একইসঙ্গে ভবিষ্যতে নারীদের নিরাপত্তা, মর্যাদা ও নাগরিক অধিকার সুরক্ষার জন্য এনসিপি কাজ করে যাবে।”
তিনি উল্লেখ করেন, “তনু, নুসরাতসহ অতীতে যারা সহিংসতার শিকার হয়েছেন, তাদের ন্যায়বিচার নিশ্চিত করা আমাদের দায়িত্ব। এনসিপি ভবিষ্যতে সকল নির্যাতিত নারীর বিচারের দাবিতে সোচ্চার থাকবে।”
সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “শুধু গ্রেফতার করলেই হবে না, হাইকোর্টের মাধ্যমে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করতে হবে এবং জনগণের সামনে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে।”