নওগাঁর আত্রাই ও রাণীনগরে ডেভিল হান্ট ও পুলিশের পৃথক অভিযানে ৫ জনকে আটক করা হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন আত্রাই উপজেলার ক্ষোদ্রবোয়ালীয়া গ্রামের দবির আলীর ছেলে ছাইফুল ইসলাম (৪৫)।
ভরতেঁতুলিয়া গ্রামের বাবু খন্দকারের ছেলে জীবন খন্দকার (২৫)ও একই গ্রামের গ্রামের আবুল কালাম আজাদের ছেলে পলাশ শেখ (২৪)। স্থানীয় রাজনীতিতে সক্রিয় নেতা সম্প্রতি একটি বিস্ফোরক মামলায় গ্রেফতার হয়েছেন।
তার গ্রেফতারের ঘটনাটি স্থানীয় রাজনৈতিক ও সামাজিক অঙ্গনে আলোড়ন সৃষ্টি করেছে। সাইফুল ইসলাম স্থানীয় রাজনীতিতে দীর্ঘদিন ধরে সক্রিয় ভূমিকা রাখছেন এবং আওয়ামী লীগের একজন গুরুত্বপূর্ণ নেতা হিসেবে পরিচিত। এছাড়া জীবন খন্দকারকে সম্প্রতি দোকান চুরি মামলায় এবং পলাশ শেখকে আদালতের পরোয়ানা মুলে গ্রেফতার করা হয়েছে।
অপরদিকে রাণীনগর উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে বিস্ফোরক মামলায় আওয়ামীলীগ ও স্বেচ্ছাসেবকলীগের দুই নেতাকে গ্রেফতার করেছে থানা পুলিশ। শুক্রবার রাতে উপজেলার পৃথক পৃথক এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, উপজেলার গোনা ইউনিয়ন আওয়ামীলীগের শিক্ষা ও মানব বিষয়ক সম্পাদক ইমরান হোসেন মকুল (৪৬) ও একডালা ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি ময়নুল ইসলাম (৪০)।
রাণীনগর থানার ওসি আব্দুল হাফিজ মোঃ রায়হান বলেন, শুক্রবার রাতে থানা পুলিশ বিশেষ অভিযান চালায়। অভিযানে ইমরান ও ময়নুলকে গ্রেফতার করা হয়। তারা দু’জন উপজেলা বিএনপির পার্টি অফিসে অগ্নিসংযোগ ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলার সন্দিগ্ধ আসামি। শনিবার দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।