মাদারীপুর

মাদারীপুরে আধিপত্য বিস্তার নিয়ে দুই পক্ষের সংঘর্ষে দুই ভাই নিহত

মাদারীপুরের খোয়াজপুরে অবৈধ বালু ব্যবসায় নিয়ন্ত্রণ ও আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনার সময়ে দুই ভাই নিহত হয়েছেন।

নিহত দুই ভাই হলেন, সাইফুল সরদার ও অলিল সরদার। এসময়ে আহত হয়েছেন আরও অন্তত ৮ জন। এদের মধ্যে ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেলে কলেজে হাসপাতালে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এদিকে, এই সংঘর্ষের চলাকালে নিহতদের বাড়িঘরে অগ্নিসংযোগ করা হয়েছে। এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যদের মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। শনিবার (৮ মার্চ) দুপুরে সদর উপজেলার খোয়াজপুরে এই ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মাদারীপুর সদর উপজেলার খোয়াজপুর ইউনিয়নের আড়িয়াল খাঁ নদের অবৈধ বালু ব্যবসায় ও আধিপত্য বিস্তার নিয়ে অনেক দিন ধরে স্থানীয় মতিনের সঙ্গে সাইফুল সরদারের বিরোধ চলে আসছে। এরই জের ধরে শনিবার বেলা ১২টার দিকে মতিন ও সাইফুল সরদারের লোকজনের মধ্যে সংঘর্ষে বাধে।

এসময় সাইফুল সরদার ও তার চাচাতো ভাই অলিল সরদারকে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপালে ঘটনাস্থলেই নিহত হন। এসময় অন্তত আহত হয়েছেন আরও ৮ জন।

ঘটনাস্থল থেকে আহতদের উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক ৩ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠিয়ে দেয়।

এই ঘটনায় পুলিশ অভিযান চালিয়ে দুইজনকে আটক করেন। এ সংঘর্ষের সময়ে বেশ কয়েকটি ঘরবাড়িতে অগ্নিসংযোগ ঘটনা ঘটে।

মাদারীপুরের অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল চাতক চাকমা জানান, এলাকার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অতিরিক্ত পুলিশ ও সেনা সদস্যদের মোতায়েন করা হয়েছে। এই ঘটনায় ইতিমধ্যে দুইজনকে আটক করে জিজ্ঞাসাবাদের জন্য আনা হয়েছে।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker