শূরায়ি নেজাম বা জুবায়ের পন্থীদের আয়োজনে বেলা ১২ টায় আখেরী মোনাজাতের মাধ্যমে দ্বিতীয় ধাপের বিশ্ব ইজতেমার প্রথম পর্ব শেষ হচ্ছে আজ। আখেরী মোনাজাতের আগে সরকারি নির্দেশনা মোতাবেক মহাসড়ক ও আঞ্চলিক সড়কে গণপরিবহন চলাচল স্বাভাবিক রয়েছে।
আজ বুধবার (৫ ফেব্রুয়ারি) সকাল সোয়া ১০ টার দিকে ইজতেমা ময়দানের চারপাশে এ চিত্র দেখা যায়। বেলা ১২ টায় আখেরী মোনাজাত পরিচালনা করবেন তাবলীগ জামাত বাংলাদেশের শূরায়ি নেজামের শীর্ষ মুরুব্বী হাফেজ মাওলানা জুবায়ের আহমেদ।
আখেরী মোনাজাতের আগে সকাল সাড়ে ১০ টার দিকে দেখা যায়, ইজতেমা ময়দানের পূর্ব পাশে ঢাকা-ময়মনসিংহ ও দক্ষিন পশ্চিম পাশে আব্দুল্লাহপুর- আশুলিয়া-নবীনগর মহাসড়ক সচল রয়েছে। ইজতেমা ময়দানের উত্তর পাশে কামার পাড়া সড়কেও গণপরিবহন চলছে।
আখেরী মোনাজাতে অংশগ্রহণের জন্য দূরদূরান্ত থেকে এখনো মুসল্লিরা দলে দলে ময়দানে আসছেন। প্রথম ধাপে ঢাকার একাংশসহ ৪২ জেলার আখেরী মোনাজাত হয় গত ২ ফেব্রুয়ারি।
আজ ২২ জেলার মুসল্লিদের অংশগ্রহণে অনুষ্ঠিত হচ্ছে দ্বিতীয় ধাপের আখেরী মোনাজাত। আর প্রথম পর্বের দুটি ধাপের দুটি আখেরী মোনাজাতের মাধ্যমে শূরায়ি নেজামের আয়োজনে আজ শেষ হচ্ছে বিশ্ব ইজতেমা।
৮ দিন বিরতি দিয়ে ১৪ ফেব্রুয়ারি শুরু হবে সাদপন্থীদের বিশ্ব ইজতেমা। ১৬ ফেব্রুয়ারি সাদপন্থীদের আখেরী মোনাজাতের মাধ্যমে শেষ হবে ৫৮তম বিশ্ব ইজতেমার আসর।