গ্রাহকের অর্থ আত্মসাতের অভিযোগে ই-কমার্স প্রতিষ্ঠান নিরাপদ ডটকমের পরিচালক ফারহানা আফরোজ এ্যানিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) আজ এক প্রেস বিজ্ঞপ্তিতে জানায়, গতকাল সোমবার রাজধানীর কাওলা এলাকা থেকে ফারহানাকে গ্রেপ্তার করে আদালতে সোপর্দ করা হয়েছে। তিনি গত শনিবার ফতুল্লা থানায় দায়ের হওয়া ডিজিটাল নিরাপত্তা আইনে মামলার এজাহারভুক্ত আসামি ছিলেন।
এই মামলার অন্য আসামিদের গ্রেপ্তারে সিআইডি অভিযান অব্যাহত রেখেছে।