সম্প্রতি বলিউড গায়ক শানের মুম্বাইয়ের বান্দ্রা ওয়েস্ট এলাকার বাসভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ভারতীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, রাত পৌনে দুইটার দিকে ভবনটির ৭ তলায় আগুন লাগে। ধারণা করা হচ্ছে, শর্ট সার্কিট থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত।
দমকলের ১০টি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে আগুন লাগার সঠিক কারণ এখনও নিশ্চিত হয়নি। শান ওই সময় বাড়িতেই ছিলেন এবং তিনি কিছুক্ষণ আটকে পড়েন বলে জানা গেছে। গায়ক বা তার পরিবারের পক্ষ থেকে এখনো কোনো বিবৃতি দেওয়া হয়নি।
দমকল বাহিনী জানিয়েছে, বিস্তারিত তদন্ত শেষে পুরো ঘটনা প্রকাশ করা হবে।