বিনোদন
অনলাইন ডেস্ক
Send an email
ডিসেম্বর ২২, ২০২৪সর্বশেষ আপডেট ডিসেম্বর ২২, ২০২৪
অপূর্বর মধ্যে ‘শাহরুখের চার্ম’ পেয়েছেন ‘চালচিত্র’ নির্মাতা
০ ৪,০০৭ এক মিনিটেরও কম সময়
এক দশক পর আবার সিনেমায় ফিরেছেন অপূর্ব। শুক্রবার (২০ ডিসেম্বর) ভারতের পশ্চিমবঙ্গে মুক্তি পেয়েছে টালিউডে তার অভিষেক সিনেমা ‘চালচিত্র’।
এর আগে লুক পোস্টার প্রকাশ পেলে অপূর্বকে দেখে চমকে উঠেন ভক্তরা। যেখানে ‘বড় ছেলে’কে তুলে ধরা হয়েছে অন্যরকম আবহে।
সিনেমাটির পরিচালক প্রতিম ডি গুপ্ত ভারতীয় সংবাদমাধ্যমকে জানালেন, বলিউড তারকা শাহরুখ খানের কিছু গুণ অপূর্বর মধ্যে খুঁজে পেয়েছেন, যা তাঁকে মুগ্ধ করেছে।
প্রতিম বলেন, ‘আমি তাকে অতি নাটকীয়ভাবেই ব্যবহার করতে চেয়েছি। তার নাটক আমি দেখেছি। অপূর্বর মধ্যে শাহরুখ খানের মতো একটা চার্ম আছে। সেটাকে ধরার চেষ্টা করেছি।’
সম্পর্কিত সংবাদ