ঢাকা উত্তর সিটির ২৮ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. ফোরকান হোসেনকে (৫০) গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
গতকাল বুধবার রাজধানীর ভাটারা এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-২ এর সহকারী পরিচালক শিহাব করিম।
বৃহস্পতিবার সকালে শিহাব করিম জানান, বুধবার রাতে অভিযান চালিয়ে সাবেক কাউন্সিলর ফোরকান হোসেনকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে একাধিক হত্যা মামলা রয়েছে।