ভারতীয় এ সংগীতশিল্পীর জীবন নিয়ে বায়োপিক নির্মাণের খবর সংবাদমাধ্যমে নিশ্চিত করেছেন রফির ছেলে শাহিদ রফি। ভারতের গোয়ায় অনুষ্ঠিত ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল অব ইন্ডিয়ার ৫৪তম আসরে শাহিদ রফি জানান, এই মুহূর্তে সিনেমার চিত্রনাট্য তৈরির কাজ চলছে।
শাহিদ রফি বলেন, মোহাম্মদ রফির বায়োপিক পরিচালনায় থাকতে পারেন ‘ওহ মাই গড’ ও ‘১০২ নট আউট’ খ্যাত পরিচালক উমেশ শুক্লা।
জানা যায়, কিংবদন্তি এ শিল্পীর বায়োপিকে তার গাওয়া গানটি ব্যবহার করা হবে। তবে কে রফির চরিত্রে অভিনয় করছেন সে বিষয়ে এখনও কোনো নির্ভরযোগ্য তথ্য পাওয়া যায়নি।
ভারতের পদ্মশ্রী সম্মান প্রাপ্ত এ তারকার বায়োপিকের নাম কী হবে, সে বিষয়ে এখনও কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়নি।
মোহাম্মদ রফি তার প্রায় ৪০ বছরের ক্যারিয়ারে ২৬ হাজারেরও বেশি গানে কন্ঠ দিয়েছেন। তার জনপ্রিয় গানের মধ্যে রয়েছে ‘আজ মৌসুম বড়া বেইমান’, ‘ম্যায় জিন্দেগি কা সাথ নিভাতা চলা গ্যায়া’, ‘কৌন হ্যায় যো স্বপ্নো মে আয়া’ থেকে ‘পর্দা হ্যায় পর্দা’, ‘গুলাবি আঁখে’, ‘ক্যায়া সে ক্যায়া হো গায়া’ ইত্যাদি।