মাদারীপুরে দুপুর থেকে থেমে থেমে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে। শনিবার (৩০ নভেম্বর) বিকেল থেকে ঘূর্ণিঝড় ‘ফিনজালে’র প্রভাবে টানা গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে মাদারীপুরে। এতে শহরের মানুষের জীবন যাত্রার উপরে অনেকটায় প্রভাব পরেছে।
বিশেষ করে খেটে খাওয়া মানুষের কাজের সমস্যা হচ্ছে। এদিকে বিকেল থেকে একটানা বৃষ্টির কারণে জনসাধারণের স্বাভাবিক চলাচলের বিঘ্ন গোটেছে। মাদারীপুরে কিছুটা শীতলভাবের অনুভূতি হচ্ছে।
যারা রাস্তায় দোকান নিয়ে রোজ বসতেন তাদের জীবিকার উপরে অনেকটায় প্রভার পরেছে।
ঘূর্ণিঝড় ফিনজাল নিয়ে আবহাওয়া অধিদফতর থেকে জানান, বাংলাদেশের সমুদ্রবন্দরগুলোকে দুই নম্বর দূরবর্তী হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলাসহ সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগরে অবস্থান করছে।
সেইসকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলেছে।
ঘূর্ণিঝড় ফিনজালটি ভারতের উত্তর তামিলনাড়ু উপকূল অতিক্রম করতে পারে।