জামালপুর

ভারতের তাঁবেদারি এদেশের মানুষ আর মেনে নিবে না শামীম তালুকদার

জেলা বিএনপির সভাপতি ফরিদুল কবীর তালুকদার শামীম বলেন- ভারতের তাঁবেদারি এদেশের মানুষ আর মেনে নিবেনা। ভারত বাংলাদেশের প্রতিবেশী বন্ধুপ্রিয় দেশ।
ততটুকুই মর্যাদার মধ্যে তাদের থাকা উচিত। এদেশের মানুষ আর ফ্যাসিবাদির কায়েম দেখতে চায়না। ফ্যাসিবাদিদের বিচার এদেশের মাটিতে হবেই। 
শনিবার (৩০ নভেম্বর ) বিকালে জামালপুরের সরিষাবাড়ী উপজেলার সাতপোয়া ইউনিয়ন বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের উদ্যোগে ব্যারিস্টার আব্দুস সালাম তালুকদার উচ্চ বিদ্যালয় মাঠে আয়োজিত জনসভায় এসব কথা বলেন ফরিদুল কবীর তালুকদার শামীম। 
শামীম তালুকদার আরো বলেন, শেখ হাসিনা গত ১৫ বছর দেশের শাসন ও বিচার ব্যবস্থা ধ্বংস করে দিয়েছিল। হত্যা, গুম ও নির্যাতনের চরম সিমায় পৌঁছে গেছিল তারা।
মানুষের বাক স্বাধীনতা ও ভোটের অধিকার হরণ করে রেখেছিল শেখ হাসিনা। এ কারনেই দেশের জনগণ ঐক্যবদ্ধ হয়ে দানবীয় শেখ হাসিনাকে দেশ থেকে বিতাড়িত করেছে। 
তিনি আরো বলেন, আগামী দিনে এদেশে জনগণের সরকার প্রতিষ্ঠিত হবে। সেই জনগণের সরকারের নেতৃত্ব দিবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তারেক রহমানের ৩১ দফা জনগণের মধ্যে প্রচার করতে হবে।
ভেদাভেদ ভুলে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে। মানুষ যাতে আপনাদের নিরাপদ মনে করে সেই রকম আচরন করতে হবে। ভাবতে হবে সবার আগে দেশ। 
শামীম তালুকদার আরো বলেন, শেখ হাসিনা ও তার দলের লোকজন হাজার হাজার কোটি টাকা বাংলাদেশ থেকে লুটপাট করেছে। দেশের টাকা লুটপাট করে বিদেশে পাচার করেছে তারা।
এখন আর লুটপাটের সুযোগ নেই। লুটপাট করলে জনগন তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবে। দুর্নীতি করলে বিএনপিতে স্থান হবেনা।
তবে এখন সংস্কারের নামে বিলম্বনা করার সুযোগ নেই, দ্রুত সংস্কার করে জনগনের ভোটের অধিকার নিশ্চিত করতে হবে এমনটা দাবি জানান।
সাতপোয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আলাল তরফদারের সভাপতিত্বে ও ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হাসানুজ্জামান স্বপনের সঞ্চালনায় এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির আহবায়ক আজিম উদ্দিন আহমেদ।
জেলা বিএনপির জলবায়ু বিষয়ক সম্পাদক অধ্যাপক আব্দুল আউয়াল, উপজেলা যুবদলের আহবায়ক এ কে এম ফয়জুল কবীর তালুকদার শাহীন, উপজেলা বিএনপির সদস্য প্রভাষক খায়রুল আলম শ্যামল প্রমুখ।
এ-সময় সাতপোয়া ইউনিয়নের সর্বস্তরের নেতৃবৃন্দ সহ শত শত নারী-পুরুষ উপস্থিত ছিলেন।
পরে আলোচনা অনুষ্ঠান শেষে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।

Author

সম্পর্কিত সংবাদ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker