রাজনীতি

দুই ইসলামী দলের মতবিনিময়, ঐক্যবদ্ধ হওয়া নিয়ে আলোচনা

জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ ও ইসলামী আন্দোলন বাংলাদেশের নেতাদের মধ্যে মতবিনিময় হয়েছে। সোমবার (২৫ নভেম্বর) দুপুরে ঢাকার পল্টনে এ মতবিনিময় হয়।

এ সময় উভয় দলের নেতাকর্মীরা বর্তমান পরিস্থিতিতে ইসলাম, দেশ ও জাতির কল্যাণে ঐক্যবদ্ধ হয়ে পথচলা-সংক্রান্ত বিষয় নিয়ে খোলামেলা আলোচনা করেন। আগামীতেও এ রকম মতবিনিময় অব্যাহত রাখার বিষয়ে একমত হন তারা।

দুপুর আড়াইটায় শুরু হয়ে বিকেল ৪টা পর্যন্ত এ মতবিনিময় চলে। জমিয়তে উলামায়ে ইসলামের দলীয় কার্যালয়ে চলা এই মতবিনিময়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব হাফেজ মাওলানা ইউনুস আহমাদের নেতৃত্বে প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন ও অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব মাওলানা গাজী আতাউর রহমান ও যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, প্রচার ও দাওয়াহ বিষয়ক সম্পাদক মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী উপস্থিত ছিলেন।

অন্যদিকে, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দীর নেতৃত্বাধীন দলীয় প্রতিনিধিদলে আরো ছিলেন সহ-সভাপতি মাওলানা আব্দুল কুদ্দুস কাসেমী, যুগ্ম মহাসচিব মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া, মাওলানা তাফাজ্জল হক আজীজ ও মাওলানা ফজলুল করীম কাসেমী এবং সাংগঠনিক সম্পাদক মাওলানা নাজমুল কাসেমী।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker