গাজীপুর মহানগরীর সারাবো এলাকায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা এক মাসের বকেয়া বেতনের দাবিতে চক্রবর্তী এলাকায় চন্দ্রা নবীনগর মহাসড়কে অবরোধ করে ৫ম দিনের মতো দিনবর বিক্ষোভ করেছে শ্রমিকরা ।
এদিকে দুপুর দেরটার দিকে পুলিশ ও সেনাবাহিনীর আশ্বাসে অবরোধ তুলে নিলেও ফের বিকাল চারটার দিকে মহাসড়ক অবরোধ করে রেখেছে ।
এদিকে দুই ঘন্টা মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হলেও বিকাল চারটার দিকে মহাসড়কে যানচলচল বন্ধ থাকায় মহাসড়কে পরিবশে স্থবির হয়ে পড়ে ।
শ্রমিকরা ও শিল্প পুলিশ জানায় বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের পোষাক কারখানা ও সিরামিক কারখানায় এক চল্লিশ হাজার কর্মী রয়েছে ।ওই কারখানার শ্রমিকেরা গেল সপ্তাহখানেক ধরেই মহাসড়ক অবরোধ করে অক্টাবর মাসের বকেয়া বেতনের পরিশোধের দাবি জানাচ্ছে ।
এদিকে মম্ঙ্গলবার সকাল থেকে ১১ টা পর্যন্ত প্রায় ১৩ ঘন্টা চন্দ্রা নবীনগর সড়কে অবরোধ করে রাখে ।রাতে শ্রমিকরা অবরোধ তুলে নিলেও ৫ম দিনের মতো বুধবারেও সকাল দশটা থেকে র্পূনয়ায় চক্রবর্তী এলাকায় ওই মহাসড়ক অবরোধ করে এক মাসের বকেয়া বেতন পরিশোধের দাবি জানায় ।
এদিকে পুলিশ ও সেনাবাহিনী মিলে দুপুর দেড়টার দিকে বকেয়া বেতনের পরিশোধের আশ্বাস দিলে শ্রমিকরা অবরোধ তুলে নিয়ে মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয় ।কিন্তু এর দুই ঘন্টাপর ফের বিকাল চারটার দিকে মহাসড়ক অবরোধ করে ওই কারখানার শ্রমিকরা ।
এতে সড়কটিতে যানচলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েছে ওই সড়কে চলাচলরত সাধারন মানুষেরা ।
অপরদিকে সড়কটিতে যানচলাচল বন্ধ থাকায় ওই সড়ক ব্যবহারকারী যাত্রী ও চালকেরা ভোগান্তীতে পড়েছে ।এদিকে বিকল্প হিসেবে ব্যাটারি চালিত যানবাহন ব্যবহার করছে যাত্রীরা ।
অপরদিকে দুরপাল্লার যানবাহন গুলো বিকল্প পথ হিসেবে কালিয়াকৈর টু ধামরাই আঞ্চলিক সড়ক ও ঢাকা টাঙ্গাইল মহাসড়কের চৌরাস্তা ও টঙ্গী আব্দুল্লাপর হয়ে ঢাকার সাথে যোগাযোগ অব্যহত রেখেছে যাত্রীরা ।
তবে স্থানীয়রা সড়কটি অতিদ্রæত সচল করার দাবি জানিয়েছেন ।
গেল বৃহস্পতিবার থেকেই ওই সড়কটিতে অবরোধ করে আন্দোলনে নামে বেক্সিমকো ইন্ডাস্ট্রিয়াল পার্কের শ্রমিকরা বার বার বিরতি দিয়ে শনিবার থেকে বুধবার পর্যন্ত লাগাতার সড়ক অবরোধ করছে তারা ।
কাশিমপুর থানার ভারপ্রাপ্ত র্কমর্কতা মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন ,প্রতিদিনের মতোই তারা আজকেও সড়ক অবরোধ করেছে ।
তাদেরকে দুপুরে বুজিয়ে শুনিয়ে সড়ক থেকে সড়িয়ে দিলেও বিকালে আবার সড়ক অবরোধ করে শ্রমিকরা ।