চোট হানা না দিলে ম্যাচের সংখ্যা বাড়তে পারত লিওনেল মেসির। সঙ্গে আর্জেন্টিনার জার্সিতে গোলের সংখ্যাও। তবে অতীত নিয়ে আর ভাবছেন না আর্জেন্টিনার অধিনায়ক। জাতীয় দলের সতীর্থদের সঙ্গে বছরটা শেষ করতে মুখিয়ে আছেন তিনি।
সামাজিক মাধ্যমে এক পোস্ট দিয়ে নিজেই জানিয়েছেন মেসি। অনুশীলনের একাধিক ছবি পোস্ট করে ইনস্টাগ্রামে ইন্টার মায়ামির অধিনায়ক লিখেছেন, ‘আগামীকাল একসঙ্গে হতে উন্মুখ আছি। আরেকটি অবিস্মরণীয় বছরের শেষ ম্যাচে।’
শেষ ম্যাচে যে জয় নিয়ে মাঠ ছাড়তে চাইবেন মেসি, সেটা আর না বললেও চলে।
সঙ্গে দীর্ঘদিন পর আর্জেন্টিনার জার্সিতে হ্যাটট্রিকেও করেছেন আটবারের ব্যালন ডি’অর জয়ী। বলিভিয়ার বিপক্ষে করা হ্যাটট্রিকটি ৩৭ বছর বয়সী প্লে মেকারের আন্তর্জাতিক ক্যারিয়ারের ১০তম।