সকল জল্পনা কল্পনা, নানা নাটকীয়তা ও সমীকরণের অবসান ঘটিয়ে অবশেষে আগামীকাল মাঠে গড়াচ্ছে করোনেশিয়ান চ্যাম্পিয়ন্স ট্রফি’র সিনিয়র ব্যাচের ফাইনাল খেলা।
করোনেশন হাই স্কুল ও কলেজ মাঠ প্রাঙ্গনে আগামী কাল শুক্রবার বেলা ৩ টায় ফাইনালে মুখোমুখি হবে দূর্বার ৯৭ ও ঐক্য ০২।
এর আগে ৯৫ ব্যাচকে হারিয়ে নিজেদের ফাইনাল নিশ্চিত করে দূর্বার ৯৭ ব্যাচ, অপর দিকে সেমিফাইনালে ৩ টি দল থাকায় দ্বিতীয় সেমিফাইনালটি পয়েন্ট ভিত্তিক অনুষ্ঠিত হয়।
সব চেয়ে কম পয়েন্ট থাকায় আগেই টুর্নামেন্ট থেকে ছিটকে যায় ২০০০ ব্যাচ। অপরদিকে ২০০৩ এবং ২০০২ ব্যাচের দু’দলের সমান পয়েন্ট থাকায় টুর্নামেন্ট পরিচালনা কমিটি পুনরায় এই দুই দলের মধ্যে খেলার ঘোষণা দেন। গতকাল এই খেলায় ২০০৩ ব্যাচের খেলোয়াড়রা যথা সময়ে উপস্থিত না হওয়ায় নির্দিষ্ট সময় অপেক্ষার পর সিসিটির মিডিয়া পার্টনার মিশন নাইনটি প্রতিনিধির উপস্থিতিতে খেলা পরিচালনা কমিটি ও আয়োজক কমিটির সিদ্ধান্তে উপস্থিত দল ২০০২ কে খালি মাঠে গোল দিয়ে বিজয়ী ঘোষণা করে।
উক্ত ফাইনাল খেলায় করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) জনাব মো: কামরুল হাসানের সভাপতিত্ব ও সহকারী প্রধান শিক্ষক জনাব সাজ্জাদ হোসেনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন, কালিহাতী উপজেলা নির্বাহী অফিসার জনাব শাহাদাত হুসেইন।
উক্ত ফাইনাল খেলাটি সরাসরি সম্প্রচার হবে এসএআর টেক এর সৌজন্যে মিশন নাইনটি নিউজের অফিশিয়াল ফেসবুক পেইজ এবং ইউটিউব চ্যানেলে।
বল্লা করোনেশন হাই স্কুল অ্যান্ড কলেজের ১১৩ বছরের ইতিহাসে এই প্রথম এরকম ব্যাচ ভিত্তিক ফুটবল টুর্নামেন্টের আয়োজন করেছে এসএসসি ব্যাচ ২০২২।