পথ হারিয়ে বিচ্যুতি ঘটার বড় একটা কারণ হল, বন্ধু নামের মানুষটি। হয়তো সে মোটেও ক্ষতি করবেনা, কিন্তু তার সাথে সঙ্গ দেয়া, সময় দেয়া, তার প্রতি আকর্ষণ এসব কখন যে তার পথেই নিজেকে নিয়ে যাচ্ছে বুঝতেই পারা যায় না। এটা খুব সুক্ষ্ম ভাবেই হতে থাকে। এটাকেই বলা হয়, প্রভাবিত হওয়া।
হতে পারে সে ক্ষতি চাচ্ছে না, কিন্তু জীবন চলার পথ আলাদা হবার কারণে তার পথে অজান্তেই প্রভাবিত হবে এটাই চূড়ান্ত বাস্তব। তাই অনেকটা দূরত্ব বজায় রেখেই চলতে হবে। এক্ষেত্রে আবেগের কোন দাম নাই বরং এটা বড় মূর্খতা।
আবু হুরায়রা (রা) বলেন, নবী (স) বলেছেন: ব্যক্তি তার বন্ধুর জীবন-যাপন, চাল-চলনে প্রভাবিত হয়ে থাকে। অতএব তোমাদের খেয়াল করা উচিৎ সে কোন ধরনের লোকের সাথে বন্ধুত্ব গড়ে তুলছে।(আবু দাউদ:৪৮৩৩। তিরমিযী:২৩৭৮)
তাই আবেগ নয়… বিবেক দিয়ে বুঝে চলতে হবে, কোন দিকে অন্ধকার আর কোন দিকে আলো!