সংগীতশিল্পী ফারজানা ওয়াহিদ সায়ানের গানের আলাদা পরিচিতি, আলাদা দর্শক এবং আলাদা গ্রহণযোগ্যতা বরাবরই। কারণ তিনি গানকে শুধু বিনোদনের উপলক্ষ্য হিসেবে রেখে দেননি কখনোই। তার গানে উঠে এসেছে সমাজ, রাজনীতি, বৈষম্য ও হৃদয়ের গভীর ক্ষত’র চিত্র। গানে গানে মানুষ, মানবতা আর প্রতিবাদের বয়ান করে আসছেন ফারজানা ওয়াহিদ সায়ান।
তবে জুলাই গণ-অভ্যুত্থানে তাকে নতুনভাবে চিনেছে এই প্রজন্ম। তার গান সরাসরি শোনার খায়েশ অনেকের মনে। ২২ নভেম্বর তা পূরণ হবে।
এদিন ঢাকার শিল্পকলা একাডেমির জাতীয় চিত্রশালা মিলনায়তনে একক কনসার্ট করবেন সায়ান।
‘গানে গানে সায়ান’ শীর্ষক আয়োজনটি করছে ‘আজব কারখানা’। সন্ধ্যা ৬টায় শুরু হয়ে অনুষ্ঠান চলবে দুই ঘণ্টা।
একক সংগীতসন্ধ্যা নিয়ে সায়ান বলেন, ‘অনেক দিন পর একক গানের আসরে গান গাইব। অনেক কিছু হলো এর মধ্যে।
২২ নভেম্বর শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সন্ধ্যা ৬টায় শুরু হবে গানে গানে সায়ান নামের অনুষ্ঠান। চলবে রাত ৮টা পর্যন্ত। ইতিমধ্যে শুরু হয়েছে অগ্রিম টিকিট বিক্রি।