ওসাসুনার পর রিয়াল সোসিয়েদাদের মাঠেও হেরেছে উড়তে থাকা বার্সেলোনা। গতরাতে ঘটনাবহুল এই ম্যাচে হেনসি ফ্লিকের দল হেরেছে ১-০ গোলে। তবে হারের পেছনে রেফারির দায় দেখছেন বার্সা কোচ।
রবিবার রাতে সোসিয়েদাদের মাঠ সান সেবাস্তিয়ানে লা লিগার ম্যাচে সোয়েসিয়েদাদের জয়ে একমাত্র গোলটি করেন শেরালদো বেকার।
চোটের কারণে ছিলেন না লামিনে ইয়ামাল। তাকে ছাড়া বিবর্ণ দেখা গেছে বার্সাকেও। তবে পুরো ম্যাচে বিবর্ণ বার্সেলোনা ১৩ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ পেয়েছিল৷ রবার্ট লেভানদোস্কির সেই গোল বাতিল হয় ভিএআরে।
ম্যাচ শেষে এই সিদ্ধান্ত নিয়ে বার্সা কোচ ফ্লিক বলেছেন, ‘আমি ছবিটি দেখেছি এবং সিদ্ধান্তটা ভুল ছিল।
এটা বৈধ গোল ছিল। বাতিল করাটা পাগলামি হয়েছে। গোলটা স্পষ্ট বোঝা যাচ্ছিল। তবে এটা আমাদের মেনে নিতে হবে। আমাদের রেফারিকে দোষ দেওয়া উচিত হবে না।
বার্সার হারে লাভ হয়েছে রিয়াল মাদ্রিদের। ৯ পয়েন্টে পিছিয়ে পড়া পয়েন্ট ব্যবধান এখন ৬। যদিও বার্সা এক ম্যাচ বেশি খেলেছে। ১৩ ম্যাচে বার্সার ৩৩ এবং ১২ ম্যাচে রিয়ালের ২৭ পয়েন্ট।