জামালপুরের সরিষাবাড়ীতে ‘মা ইলিশ’ রক্ষার অভিযানে মোবাইল কোর্ট পরিচালিত হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার ও বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার অভিযানটি পরিচালনা করেন।
রোববার (৩ নভেম্বর) সকাল উপজেলার ঝালুপাড়া-পিংনা নরপাড়া পর্যন্ত যমুনা নদীতে উপজেলা মৎস্য অধিদপ্তরের আয়োজনে এই অভিযান চলে।
অভিযান সুত্রে জানা যায়, ডিমওয়ালা মা ইলিশ রক্ষা-২০২৪ অভিযানে নেমেছেন মৎস অধিদপ্তর। সেই ধারাবাহিতায় যমুনা নদীতে থাকা ৪’হাজার মিটার কারেন্ট জাল ও ২৫টি ‘রিং জাল’ জব্দ করা হয়। এছাড়া ৪শত মিটার বানা (বাঁধ) অপসারণ করেন। পরে জব্দকৃত জাল পুড়িয়ে বিনিষ্ট করে দেন নির্বাহী ম্যাজিস্ট্রেট।
উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শারমিন আক্তার জানান, জাতীয় মাছ ইলিশের সহজলভ্যতা বাড়ানোর লক্ষ্যে প্রজনন মৌসুমে মা ইলিশ সংরক্ষণে বিশেষ অভিযান পরিচালিত হয়। এবারের মৌসুমে সমগ্র দেশেই নিয়মিত এ অভিযান পরিচালিত হচ্ছে। মোবাইল কোর্টের মাধ্যমে দোষী ব্যক্তিদের শাস্তির আওতায় আনা হবে।
এ-ময়ম উপজেলা মৎস্য অফিসার মো. আব্দুল্লাহ আকন্দ এবং সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. চাঁদ মিয়া ও অন্যান্য পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।
উল্লেখ্য; ১৩ অক্টোবর থেকে ৩ নভেম্বর পর্যন্ত মা ইলিশ সংরক্ষণে দেশের বিভিন্ন নদ-নদীতে মাছ ধরা নিষিদ্ধ করা হয়েছে। এই সময়ে ইলিশের প্রজনন মৌসুম চলমান থাকে, ফলে ইলিশের উৎপাদন বৃদ্ধি এবং প্রাকৃতিক ভারসাম্য রক্ষা করতেই এই ধরনের পদক্ষেপ গ্রহণ করা হয়েছে।