জামালপুর মাদারগঞ্জে নাশকতা মামলায় আওয়ামীলীগ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতা-কর্মীকে আটক করেছে পুলিশ।
বুধবার রাতে মাদারগঞ্জ উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে ১২ জন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীকে আটক করে মাদারগঞ্জ মডেল থানা পুলিশ।
আটককৃত নেতা কর্মী হলেন, আদারভিটা ইউনিয়ন আওয়ামী লীগের শিক্ষা ও মানব সম্পদ বিষয়ক সম্পাদক প্রধান শিক্ষক সামিউল ইসলাম, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মাহবুবুর রহমান, গুনারীতলা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক ইমরান খান বাসেদ, চরপাকেরদহ ইউনিয়ন কৃষকলীগের সাবেক সভাপতি রুহুল আমিন, মাদারগঞ্জ পৌর ৯ নং ওয়ার্ড শাখা ছাত্রলীগ সভাপতি মুনিম সাকিব, আদারভিটা ইউনিয়ন শ্রমিক লীগের সাধারণ সম্পাদক কদ্দুস সওদাগর, ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সহ-সভাপতি শাহাদাত হোসেন রিপন, গজারিয়া গ্ৰামের যুবলীগ নেতা শাহা আলম, ওয়ার্ড যুবলীগের সভাপতি সুজন রানা রঞ্জু, বিন্যাফৈর গ্ৰামের আওয়ামী লীগ নেতা ছামিউল ইসলাম মানিক ও পৌর তাঁতীলীগ ১ নং ওয়ার্ড সভাপতি আল আমীন।
উল্লেখ্য যে, গত ২ সেপ্টেম্বর মাদারগঞ্জ মডেল থানায় নাশকতা মামলায় দায়ের করেন মাদারগঞ্জ উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক মিজানুর রহমান রতন।
মাদারগঞ্জ থানার অফিসার ইনচার্জ ওসি শাহীনুর আলম জানান, আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ১২ জন নেতাকর্মীকে এবং ১ জন সাজাপ্রাপ্ত আসামি কে আটক করে বুধবার বেলা ১১ টায় জামালপুর জেলা আদালতে পাঠানো হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে।