জামালপুরের সরিষাবাড়ীতে নাশকতার অভিযোগে আওয়ামী লীগের ১৯৫ নেতাকর্মীর বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (২ অক্টোবর) দুপুরে উপজেলার কামরাবাদ গ্রামের মৃত জয়েন শেখের ছেলে বিএনপি’র সমর্থক মো. অলিল মিয়া বাদী হয়ে ৪৫ জনকে এজাহারভুক্ত এবং ১৫০ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন। ইতিমধ্যে এই মামলায় বিশেষ অভিযান চালিয়ে ৪ জনকে গেপ্তার করেছেন সরিষাবাড়ী থানা পুলিশ।
গ্রেপ্তারকৃত আসামিরা হলেন- উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক তরিকুল ইসলাম নিটোল (৫৪), পোগলদিঘা ইউনিয়নের বগারপাড় ৩নং ওয়ার্ড আ.লীগের সভাপতি আঃ বারেক (৬০), পৌর আ.লীগের সদস্য ও বাউসী বাজার হাট বিটার মোয়াজ্জেম হোসেন (৬০), পৌর ৩নং ওয়ার্ড আ.লীগ কর্মী আফজাল হোসেন (৪৮)।
মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৪ আগষ্ট বিকেলে সারাদেশ ব্যাপী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের এক দফা দাবি আদায়ের লক্ষ্যে সরিষাবাড়ীতে কর্মসূচি অনুষ্ঠিত হয়। সেই কর্মসূচি সার্থক করতে আন্দোলনে অংশ গ্রহণ করেন বাদী অলিল মিয়া। আরামনগর বাজার হতে ছাত্ররা একটি মিছিল নিয়ে পৌর শহরের পাকা রাস্তা ধরে বাস টার্মিনালের দিকে যায়। এসময় আ.লীগ সমর্থক (বিবাদীরা) মিছিলে অতর্কিত ভাবে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে হামলা করে। পরবর্তীতে মিছিলটি ছত্রভঙ্গ হলে হামলাকারীদের ধাওয়াই অলিল মিয়া সহ অনেকেই আহত হয়। পরে স্থানীয়ভাবে চিকিৎসা নিয়ে সুস্থ্য হয়ে পৌর মেয়র মনির উদ্দিনকে প্রধান আসামি করে সরিষাবাড়ী থানায় অজ্ঞাত সহ ১৯৫ জনের বিরুদ্ধে নাশকতার একটি মামলা দায়ের করেন অলিল মিয়া।
এ-বিষয়ে সরিষাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ চাঁদ মিয়া বলেন, ‘অলিল মিয়া নামে একজন বাদী হয়ে বিশেষ ক্ষমতা আইনে ৪৫ জনকে এজাহারভুক্ত এবয় ১৫০ জনকে অজ্ঞাতনামা আসামি করে মামলা করেছেন। তাদের মধ্যে ৪ জন আসামিকে গেপ্তার করে বুধবার বিকালে জামালপুর আদালতের মাধ্যমে কারাগারে প্রেরণ করা হয়েছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.