গাজীপুরের কালিয়াকৈরে চন্দ্রা এলাকায় বকেয়া বেতনের দাবিতে বুধবার সকাল থেকেই ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে নাগ্রা টেক্সটাইল কারখানার শ্রমিকরা। মহাসড়কের দুই পাশে অবরোধ থাকায় প্রায় দশ কিলোমিটার এলাকাজুড়ে র্দীঘ যানজটের সৃষ্টি হয়। অবরোধের প্রায় চার ঘন্টা পর দুপুর সাড়ে বারোটার দিকে পুলিশ ও সেনাবাহিনীর হস্তক্ষেপে ঢাকা টাঙ্গাইল মহাসড়কে যানচলাচল স্বাভাবিক হয়।
শ্রমিকরা ও পুলিশ সূত্র জানায়, গত আগষ্ট মাসের বেতন বকেয়া থাকায় সেপ্টেম্বর মাসের শুরুর দিকে আন্দোলন করে শ্রমিকরা। সেই আন্দোলনের তুপের মুখে ১২ সেপ্টেম্বর শ্রমিকদের বেতন পরিশোধ করার কথা থাকলেও গরিমশি করে কারখানা কতৃপক্ষ। এদিকে সেপ্টেম্বরও পেড়িয়ে অক্টোবর মাসেও বকেয়া বেতন পরিশোধ না করায় মঙ্গলবার দিন কারখানার ভিতরে দিনব্যাপি অবস্থান নেয় শ্রমিকরা।
১৭ দিন ধরে কারখানার উৎপাদক কাজ বন্ধ থাকায় কারখানা কতৃপক্ষ শ্রকিদের সাথে কথা বলেনি। কতৃপক্ষের কোন সারা না পেয়ে বুধবার সকাল সাড়ে নয়টার দিকে ঢাকা টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করে শ্রমিকরা। এসময় মহাসড়কের দুই পাশেই দীর্ঘ ১০ কিলোমিটার এলাকা জুড়ে যানজটের সৃষ্টি হলে ভোগান্তিতে পরে দূরপাল্লার যাত্রীসহ সাধারণ পথচারীরা। গত কয়েকদিন ধরেই শ্রমিক অসন্তোষের কারণে চন্দ্রা টু নবীনগর ও চন্দ্রা টু গাজীপুর চৌরাস্তা সড়কে যানজট লেগেই আছে।
খবর পেয়ে থানা পুলিশ, শিল্প পুলিশ ও সেনাবাহিনী ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের বুঝাতে সক্ষম হলে পরে মহাসড়ক থেকে সড়ে কারখানার ভিতর অবস্থান নেয়। কারখানা কতৃপক্ষের সাথে একধিকবার যোগাযোগ করেও কোন সাড়া পায়নি আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।
কালিয়াকৈর থানার ওসি রিয়াদ মাহমুদ বলেন, দুপুর সাড়ে বাড়োটার দিকে শ্রমিকদের বুঝিয়ে শুনিয়ে মহাসড়ক থেকে সড়িয়ে দিলে কারখানার ভিতর অবস্থান নেয়। কারখানা কতৃপক্ষের সাথে একাদিক বার যোগাযোগ করেও তারা শ্রমকিদের সাথে কথা বলতে আসেনি। তবে কারখানা কতৃপক্ষের সাথে চেষ্টা চলছে শ্রমিকদের বকেয়া বেতনের বিষয়ে সমাধানের।