মাদারীপুরে এক সাবেক ইউপি সদস্যকে কুপিয়ে আহত করার ঘটনায় চিকিৎসাধীন অবস্থায় সে মৃত্যুবরণ করেছে। রোববার (৮ সেপ্টেম্বর) সন্ধ্যার সময়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে।
এর আগে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে সদর উপজেলার এওজ বাজারের কাছে জমি সংক্রান্ত বিরোধের জেরে প্রতিপক্ষের লোকজন তাকে কুপিয়ে ভূরি বের করে গুরুতর আহত করে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সদর উপজেলার দুধখালী ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য মহসিন আকনের মেয়ের জামাই সাঈদ বেপারী এওজ গ্রামে সম্প্রতি একটি জমি কিনেন। এরপর ওই জমির পাশের জমির মালিক মজিবর মুন্সি, এনামুল মুন্সি ও মোসলেম মুন্সির গংদের সাথে বিরোধ চলে আসছে। এই ঘটনার জেরধরে বৃহস্পতিবার রাত ৮ টার দিকে এওজ বাজারের কাছে সাবেক ইউপি সদস্য মহসিন আকনকে একা পেয়ে মজিবর মুন্সির লোকজন ধারালো অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে পেটের ভূরি বের করে গুরুতর আহত করেন।
পরে স্থানীয়রা ঘটনাস্থল থেকে মহসিন আকনকে আহত অবস্থায় উদ্ধার করে মাদারীপুর সদর হাসপাতালে নিয়ে আসলে সেখানকার কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ ও হাসপাতালে পাঠায়। পরে লাইফ সাপোর্টের থাকা অবস্থায় ঢাকার পিপলস হাসপাতাল নামে একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মহসিন আকন রোববার সন্ধ্যায় মারা যায়।
নিহত ইউপি সাবেক ইউপি সদস্যের জামাতা সাঈদ বেপারী বলেন, আমার ক্রয় করা জমি নিয়ে বিরোধ। কিন্তু ওরা আমার শশ্বরকে কুপিয়ে হত্যা করছে। আমরা এই ঘটনার ন্যায় বিচার দাবি করি।
এই ঘটনায় মাদারীপুর সদর থানার ওসি সালাউদ্দিন আহমেদ জানিয়েছেন, দুধখালী ইউনিয়নের সাবেক ইউপি সদস্য মহসিন আকন মারা গেছে বলে খবর পেয়েছি। তবে অভিযোগ পেলে আমরা তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করব।