বাগেরহাটের ফকিরহাটে যাত্রীবাহী ইজিবাইকের সাথে পিকআপ ভ্যানের সংঘর্ষের ঘটনায় ইজিবাইক যাত্রী স্কুল শিক্ষিকাসহ চার জন নিহত হয়েছেন। এসময় আরো এক ইজিবাইক যাত্রী আহত হয়েছেন।
খুলনা-বাগেরহাট মহসড়কের ফকিরহাট উপজেলার টাউন-নওয়াপাড়া এলাকায় সোমবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, বাগেরহাটের মুনিগঞ্জ এলাকার নোমান শেখের স্ত্রী শিক্ষিকা নিপা বেগম (২৮), তিনি বাগেরহাট সদরে একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের চাকুরী করতেন। এদিন খুলনা বাসা থেকে বাগেরহাটের দিকে যাচ্ছিলেন। এছাড়া নিহতদের অন্যরা হলেন রামপাল উপজেলার নবাবপুর এলাকার রাজমিস্ত্রি মো: মাসুম (৩০), একই এলাকার রাজমিস্ত্রি শওকত আলী (৪০) ও হিরন (৪৫)। ঘটনার পর ফকিরহাট ফায়ার সার্ভিসের একটি দল আহত ও নিহতদের উদ্ধার করে ফকিরহাট স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন।
ফকিরহাট ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার (এসও) মোল্লা মো: মনিরুজ্জামান ও কাটাখালী হাইওয়ে থানা পুলিশের উপসহকারী পরিদর্শক (এসআই) মো: আশরাফুল ইসলাম জানান, সকাল সাড়ে ৮টার দিকে কাটাখালী থেকে যাত্রীবাহী ইজিবাইকটি টাউন নওয়াপাড়ার দিকে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌছালে বিপরীত দিক থেকে আসা পিকআপ ভ্যানের সাথে সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ইজিবাইকে থাকা স্কুল শিক্ষিকাসহ তিন জন ঘটনাস্থলে নিহত হন। এবং একজন হাসপাতালে নেওয়ার পথে মারা যান। আহত দুইজনকে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হয়। পরে তাদের অবস্থা আশংকাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এ ঘটনায় ইজিবাইকটি দুমড়ে-মুচড়ে গেছে।
কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: মিজানুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের নিকট হস্তান্তর করা হবে। তবে ঘটনার পর ঘাতক পিকআপ ভ্যানটি দ্রুত পালিয়ে গেছে।
Discover more from MIssion 90 News
Subscribe to get the latest posts sent to your email.