বিনোদন

নায়িকার সঙ্গে প্রেমের সম্পর্ক প্রসঙ্গ ও বিয়ের তারিখ জানালেন বাপ্পী

বিয়ের তারিখ জানালেন চিত্রনায়ক বাপ্পী। কবে বিয়ে করছেন এমন প্রশ্নের জবাবে বাপ্পী বলেন, ‘আমি তো বিয়ে করবো ডিসেম্বরে।’ বাক্য শেষ না করেই প্রসঙ্গ পরিবর্তন হয়ে যায়, চলে আসে চলচ্চিত্রের কথা। বাপ্পী অভিনয় করছেন অনুদানের ছবি ‘জয়বাংলা’য়।

শনিবার রাজধানীর বিএফডিসির ৭ নম্বর ফ্লোরে শুরু হয়েছে ‘জয় বাংলা’ চলচ্চিত্রের শুটিং। শুরুর দিনেই চিত্রনায়ক বাপ্পী, চিত্রনায়িকা জাহারা মিতু, সিয়াম, নাদের চৌধুরী, শিরিন আলম ও রেবেকা ক্যামেরার সামনে পারফর্ম করেন।  লেখক, শিক্ষক মুনতাসির মামুনের ‘জয় বাংলা’ উপন্যাস অবলম্বনে সিনেমাটি নির্মিত হচ্ছে ছবিটি। পরিচালনা করছেন প্রখ্যাত নির্মাতা কাজী হায়াত।

শুটিঙের মাঝখানে মহরত অনুষ্ঠান সম্পন্ন হয়। নির্মাতা কাজী হায়াত মহরত অনুষ্ঠান পরিচালনা করেন। এসময় তিনি ছবিটি যথা সম্পন্ন হতে সকলের দোয়া কামনা করেন। এরপরে সেটের সকলকে মিষ্টি মুখ করানো হয়। টানা শুটিং চলছে সেখানে। চলবে ৭দিন।

বাপ্পী বলেন, ছবির গল্প ৬৯ থেকে ৭১ সালের। এই সময় একজন তরুণ খণ্ডকালীন সাংবাদিক ও লেখকের চরিত্র আমাকে দেখাতে হবে। মানে আমি সেই চরিত্রে প্রবেশ করবো। স্বাভাবিকভাবে সে সময়টাতে আমাকে পৌঁছতে হবে। এজন্য মেকআপ ছাড়া সময় পরিভ্রমণ যথার্থ হবে বলে মনে করছেন লেখক ও নির্মাতারা।

বাপ্পী মনে করেন এই সময় অনেক ভালো ভালো মানের কাজ হচ্ছে। বলেন, হয়তো সিনেমা হল কমে যাচ্ছে, কিন্তু সিনেমার গল্পের যে শক্তি তাঁর বদলৌতে মানুষজন  সিনেমাকে ফের কাছে টানবে। যার ফলে পদচারণায় মুখর হবে সিনেমাপ্রাঙ্গন। হয়তো যে তরুণ প্রজন্ম সিনেমার হাল ধরেছেন, তাদের হাত ধরেই চলচ্চিত্রের নিম্নমূখী সূচক বাঁক নেবে, ওপরের দিকে উঠে আসবে।’

ব্যক্তিগত প্রশ্নের দিকে ফের আলোক নিক্ষেপ করা হয়। প্রশ্ন করা হয়- আপনি একজন নায়িকার সঙ্গে প্রেম করছেন যিনি চলচ্চিত্রে কাজ করছেন তিনিও একজন নায়িকা- এমন গুঞ্জন রয়েছে ফিল্মপাড়ায়- এমন প্রশ্নের বিষয়ে উত্তর জানতে চাওয়া হয়।

বাপ্পী খুব নিয়মিত উত্তর দিলেন, যেটা সচরাচর নায়ক নায়িকারা দিয়ে থাকেন। বাপ্পী বলেন,’ইন্ডাস্ট্রিতে কাজ করতে হলে এমন গুঞ্জন শোনা যায়, এটা খুব নরমাল ঘটনা। আমি যখন প্রথম সিনেমায় আসি, তখনও মাহিকে নিয়ে প্রেমের গুঞ্জন ছড়ায় বাস্তবে কী হলো দেখেছেন তো।’

আসলে সবসময় এমন গুঞ্জন ছড়ায়, সময় ও সুযোগের অপেক্ষায় থাকে এসব গুজব ছড়ানোর- সময় হলেই ছড়িয়ে দেওয়া হয়- এমনটাই জানালেন বাপ্পী চৌধুরী।

এবার একদম শুরুর প্রশ্নের দিকে মনোযোগ দেওয়া হয়। বাপ্পীর নিয়ে দর্শকমহলে যেহেতু আগ্রহ রয়েছে, সেহেতু জানতে চাওয়া হয় বাপ্পী বিয়ে করতে যাচ্ছেন। বাপ্পী এবার তারিখটি স্পষ্ট করলেন। বললেন, ‘৬ ডিসেম্বর বিয়ে করবো। মানে আগামী বছরের ৬ ডিসেম্বর।’ মিনিটখানেক না যেতেই হেসে উঠলেন। বললেন, ‘৬ ডিসেম্বর আমার জন্মদিন। এজন্যই ৬ ডিসেম্বর বললাম। আসলে আমি বিয়েই করবো না কোনোদিন…’
ফের হাসলেন…

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker