বিএনপি

কালিয়াকৈরে বিএনপির শান্তি সমাবেশ

গাজীপুরের কালিয়াকৈরে বিএনপি ও সহযোগী অঙ্গ সংগঠনের উদ্যোগে শান্তি সমাবেশ পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। শেখ হাসিনার পতনের পর শান্তি শৃঙ্খলা বজায় রাখতে ও নেতাকর্মীদের শান্ত থাকতে মঙ্গলবার সকালে উপজেলার পৃথক তিনটি স্থানে এ সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

কালিয়াকৈর বাসস্ট্যান্ড এলাকায় বিএনপির দলীয় কার্যালয়ে উপজেলা বিএনপির সহ সভাপতি নুরুল ইসলাম সিকদারের সভাপতিত্বে শান্তি সমাবেশে এসময় বক্তব্য রাখেন বিএনপির নির্বাহী কমিটির সদস্য ও কালিয়াকৈর পৌর মেয়র মজিবুর রহমান, উপজেলা ছাত্রদলের সাবেক সভাপতি হযরত আলী, পৌর যুবদলের সদস্য সচিব আমজাদ হোসেন প্রমূখ।

অপরদিকে কালিয়াকৈর বাইপাস সাহেব বাজার এলাকায় উপজেলা বিএনপির সভাপতি (ভিপি) হেলাল উদ্দিন ও সাধারন সম্পাদক পারভেজ আহমেদের নেতৃত্বে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়। এদিকে চন্দ্রায় কেন্দ্রীয় বিএনপির সহ শ্রম বিষয়ক সম্পাদক হুমায়ুন কবির খানের নেতৃত্বে শান্তি সমাবেশ ও পদযাত্রা অনুষ্ঠিত হয়।

এসময় বক্তারা কোটা সংস্কার ও সরকার পতনের দাবিতে আন্দোলনে নিহত ছাত্রদের মাগফেরাত কামনা করেন। এবং নেতাকর্মীদের শান্ত থেকে দেশ গঠনে এক যুগে কাধেঁ কাধঁ মিলিয়ে কাজ করতে অনুরোধ করেন। কোন প্রকার প্রতিশোধ, হামলা, লুটপাট ও ভাংচুর না করতে নেতাকর্মী সবাইকে নির্দেশনা প্রদান করেন।

Author

0 0 votes
Article Rating
Subscribe
Notify of
guest
0 Comments
Oldest
Newest Most Voted
Inline Feedbacks
View all comments

সম্পর্কিত সংবাদ

Back to top button
0
Would love your thoughts, please comment.x
()
x

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker