গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে কারারক্ষীদের জিম্মি করে আন্দোলন করেছে কারাবন্দিরা। পরিস্থিতি নিয়ন্ত্রনে রাখতে বিপুল সংখ্যক সেনাবাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে। মঙ্গলবার সকালে ১১ টার দিকে কারাগারের অভ্যন্তরে থাকা কারারক্ষীদের জিম্মি করে এ ঘটানা ঘটায় বন্দিরা।
কারাগার সূত্রে জানা গেছে, কাশিমপুর কারাগারে চারটি পৃথক কারাগার রয়েছে। এর মধ্যে হাইসিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে বিডিআর বিদ্রোহ, জঙ্গী, ফাঁসি ও জাবজ্জীবন সাজাসহ বিভিন্ন মামলার বন্ধিরা রয়েছে। এছাড়াও রাজনৈতিক মামলায় গ্রেফতার হওয়া অনেক নেতাকর্মীরা রয়েছেন।
মঙ্গলবার সকালে ১১ টার দিকে কিছু বন্দি কারাগারের অভ্যন্তরে থাকা কারারক্ষীদের জিম্মি করে মুক্তির জন্য আন্দোলন করতে থাকে পরে কারারক্ষীরা তাদের শান্ত করতে ব্যর্থ হয়। পরে কিছু সংখ্যক সেনাবাহিনী সদস্যরা কারাবন্দিদের নিয়ন্ত্রন করার চেষ্টা করেন। এসময় কারাবন্দিদের উত্তেজনা বৃদ্ধি পায়। পরে দুপুর দুইটার দিকে হেলিকাপ্টার ও সড়ক পথে আরো সেনাসদস্যরা আসেন।
এদিকে কারাগারের অভ্যন্তরে কারারক্ষীদের আন্দোলনের খবর পেয়ে কারাগারের মুল ফটকে জরো হয়ে বিক্ষোভ করতে থাকলে এসময় সেনাবাহিনীর সদস্যরা পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে তাদের ছত্রভঙ্গ করে দেয়।