আসরের সর্বোচ্চ গোলদাতা এসেছিলেন বদলি হিসেবে। সেই লাউতারো মার্টিনেজই ফাইনালে এনে দিলেন লিড। দুর্দান্ত এক শটে ভাঙলেন ডেডলক। ম্যাচের ১১২ মিনিটে লিড পেল আর্জেন্টিনা। মাঝমাঠ থেকে থ্রু বল পাঠিয়েছিলেন জিওভানি লো সেলসো। বদলি নামা এই মিডফিল্ডারের পাস খুঁজে নেয় লাউতারো মার্টিনেজকে। সেখান থেকে ঠাণ্ডা মাথার ফিনিশে বল জালে পাঠান লাউতারো মার্টিনেজ।
চলতি আসরে এটি তার ৫ম গোল।
Author
সম্পর্কিত সংবাদ
-
চার মিনিটের মাইল: মানব সক্ষমতার এক ঐতিহাসিক বিজয়আগস্ট ৪, ২০২৫
-
মিলানে ইতিহাস বদলানোর মিশনে বার্সামে ৬, ২০২৫