সরিষাবাড়ী
স্বপন মাহমুদ, জামালপুর প্রতিনিধি
Send an email
জুলাই ৩, ২০২৪সর্বশেষ আপডেট জুলাই ৩, ২০২৪
জামালপুর-সরিষাবাড়ী মহাসড়কে পিকাপ ও অটো-ভ্যান গাড়ি ব্যাপক সংঘর্ষ
০ ২,৩৯৪ এক মিনিটেরও কম সময়
জামালপুর-সরিষাবাড়ী মহাসড়কে পিকাপ ও অটো-ভ্যান গাড়ি ব্যাপক সংঘর্ষ হয়।
গতকাল মঙ্গলবার বিকালে উপজেলার ভাটারা ইউনিয়নের বাউসী ফুলবাড়ীয়া এলাকায় এঘটনা ঘটে।
জানা যায়, পিকাপ গাড়ির সামনে থাকা ছাগলকে রক্ষা করতে গিয়ে বাস্তার পাশে যাত্রীসহ থাকা অটো-ভ্যানকে ধাক্কা দিয়ে ছিন্নভিন্ন করে দেয় পিকাপ গাড়ি। এতে প্রাণহানি কোন ঘটনা না ঘটলেও গুরুত্বর আহত হয় ৪ জন।