শিক্ষাসরিষাবাড়ী

সরিষাবাড়িতে মোবাইল রাখার দায়ে এক পরীক্ষার্থী বহিষ্কার, দুই শিক্ষককে অব্যাহতি

জামালপুরের সরিষাবাড়ীতে এইচএসসি পরীক্ষা চলাকালীন কেন্দ্রে মোবাইল ফোন সঙ্গে রাখার অপরাধে ১ পরীক্ষার্থী বহিষ্কার ও দায়িত্ব অবহেলা করায় কক্ষ পরিদর্শক দুই শিক্ষককে অব্যাহতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২ জুলাই) সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে। কেন্দ্র সচিব মাজনুনুল হক বিষয়টি নিশ্চিত করেছেন।

অব্যাহতি প্রাপ্ত শিক্ষকরা হলেন, চর বাঙ্গালী বিএম কলেজের শিক্ষক রুবেল মিয়া ও সরবান হাসান বিএম কলেজের শিক্ষক মহসিন মিয়া। এসএম টেকনিক্যাল কলেজের শিক্ষার্থী সৈয়দ আহসান হাবীবকে বহিষ্কার করা হয়।

জানা গেছে, সরিষাবাড়ী সরকারি পাইলট উচ্চ মাধ্যমিক বালিকা বিদ্যালয় কেন্দ্রে স্মার্টফোন সঙ্গে নিয়ে পরীক্ষা দিচ্ছিল শিক্ষার্থী আহসান হাবীব। এ সময় স্মার্টফোন ব্যবহার দায়ে ঐ শিক্ষার্থীকে বহিষ্কার করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার। আর কক্ষে দায়িত্বরত দুই শিক্ষক রুবেল মিয়া ও মহসিন মিয়াকে দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়। সেই সঙ্গে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয় দুই শিক্ষককে।

এ ব্যাপারে কেন্দ্রের দায়িত্বে থাকা ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলার পাট অধিদপ্তরের পরিদর্শক আওরংগযেব বলেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার হল পরিদর্শনে গেলে বিষয়টি তার নজরে আসে। পরে ঐ শিক্ষার্থী ও কক্ষে দায়িত্ব থাকা দুই শিক্ষকের বিরুদ্ধে এ ব্যবস্থা নেন তিনি।

Author

সম্পর্কিত সংবাদ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।

এছাড়াও পরীক্ষা করুন
Close
Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker