মাদারীপুরের ডাসারে এক গৃহবধূর ঝুলন্ত অবস্থায় লাশ উদ্ধার করেছে ডাসার থানা পুলিশ। নিহত শারমিন আক্তার (৩৫) নামে গৃহবধু উপজেলার ডাসার ইউনিয়নের সাইফুল ঘরামীর স্ত্রী। শুক্রবার (২৮ জুন) রাতে শারমিনের লাশ উদ্ধার করে পুলিশ।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানাগেছে, গৃহবধূ শারমিন আক্তার তার নিজ ঘরে যখন কেউ ছিল না তখন ফ্যানের সাথে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। পরে প্রতিবেশীরা ফ্যানের সাথে ওই গৃহবধূকে ঝুলতে অস্থায় দেখতে পেয়ে তাকে উদ্ধার করে কালকিনি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত্যু ঘোষণা করেন। তবে কি কারণে তিনি আত্মহত্যা করেছে তা জানা যায়নি। নিহত ওই গৃহবধূর এক ছেলে ও এক মেয়ে রয়েছে। পরে খবর পেয়ে রাতেই ডাসার থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছেন। তবে এ বিষয় নিহতের স্বামী সাইফুল ঘরামী কিছু বলতে রাজি হয়নি।
এ বিষয় দায়িত্বরত চিকিৎসক মুমসাদি ইসলাম ইভা জানান, গৃহবধূ শারমিন আত্নহত্যা করে মারা যায়।
এ ব্যাপারে ডাসার থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম বলেন, গৃহবধূর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে পাঠিয়ে দেওয়া হয়েছে। এ বিষয় থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।