আর মাএ একদিন বাকী পবিএ ঈদুল আজহা কোরবানির ঈদ, ঈদকে সামনে রেখে প্রতি বছরের মত এবারও জমে উঠেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন নিয়ন্ত্রণাধীন বড়পোল পশুর হাট।
সরে জমিনে গিয়ে দেখা যায় কুমিল্লা চান্দিনা, বগুড়া থেকে আসা গরু ব্যবসায়ীরা হতাশ হয়ে পড়েছে, কুমিল্লা চান্দিনা থেকে আসা এক গরু ব্যাপারীর সাথে কথা বলে জানা যায়, এখানে গরু আছে কিন্তু কাস্টমার কম, তাই দামের লস দিয়ে বিক্রি করতে হচ্ছে গরু।
আরো কয়েকজন গরু বিক্রেতাদের সাথে কথা বলে জানা যায়, কাস্টমার কম থাকায় গরু বিক্রি করতে পারছি না, যদিও বা কয়েকটা বিক্রি করি লস দিয়ে বিক্রি করতে হয় আমাদের এমন তথ্য জানান গরু ব্যাপারীরা।
এইদিকে ক্রয় দাতাদের সাথে কথা বলে জানাযায়, ব্যাপারিরা গরুর দাম বেশি ধরে বসে আছে গরু ছাড়ছে না বলে জানান তাই গুরু বিক্রি হচ্ছে না।