জামালপুরের সরিষাবাড়ীতে প্রান্তিক পর্যায়ের মানুষদের বিভিন্ন বিষয়ে সচেতন করতে সচেতনতামুলক উঠান বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৫ জুন) বিকালে উপজেলার পোগলদিঘা ইউনিয়নের রামচন্দ্রখালী গ্ৰামে ‘ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি’ সংগঠনের পক্ষ থেকে এই উঠান বৈঠক অনুষ্ঠিত হয়।
জানা যায়, আলোচনা বৈঠকের মাধ্যমে রক্তদানের সচেতনতা, থ্যালাসেমিয়া প্রতিরোধে সচেতনতা, গর্ভবতী মায়েদের জন্য রক্তদাতা প্রস্তুত রাখা, বাল্যবিবাহ, মাদক ও যৌতুক প্রতিরোধে সচেতনতার এই বার্তা মানুষের মাঝে পৌঁছে দেওয়া হয়। এ সময় উপস্থিত নারী ও কিশোর-কিশোরীদের মাদক, বাল্য-বিবাহ, যৌতুকে না বলি এই স্লোগানে প্রতিশ্রুতিবদ্ধ করানো হয়।
এ সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, ব্লাড ফাইটার ফর হিউম্যানিটি সংগঠনের উপদেষ্টা রিপন, সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন, সদস্য আপন ও সজিব প্রমুখ।
সচেতন বার্তার উপস্থাপক বোরহান উদ্দিন বলেন, ‘গ্ৰামের পিছিয়ে পড়া অশিক্ষিত মানুষদের সচেতন করতে সচেতনতার বৈঠক কার্যক্রমের মাধ্যমে সচেতন করার চেষ্টা করে যাচ্ছি। আমরা চাই গ্রাম-গঞ্জের সাধারণ মানুষদের সামাজিক সচেতনতা সম্পর্কে জানবে এবং বিভিন্ন রোগে আক্রান্ত হওয়া থেকে রক্ষা পাবে। এই কার্যক্রম অব্যাহত থাকবে।
উল্লেখ্য; সংগঠনটি বিনামূল্যে মানুষকে রক্তদান ও সচেতন করতে নিঃস্বার্থভাবে সারাদেশে কাজ করে যাচ্ছে। ইতিমধ্যে তারা বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে সম্মাননার স্মারক অর্জন করেছেন।